শুক্রবার, ০৯ মে, ২০২৫  |   ৩৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ০৪ জুন ২০২২, ০০:০০

বিদ্রোহী প্রাণ
অনলাইন ডেস্ক

গল্প-কবিতা-গানে

বিদ্রোহী প্রাণে

ঝংকার তুলেছো কতো,

শোষণ-বঞ্চনার

বিপন্ন মানবতার

কথা লিখেছো অবিরত।

ব্রিটিশ বেনিয়ার তরে

তোমারই কলম ঝড়ে

অন্তরে দিয়েছে নাড়া,

বিদ্রোহী কবিতা গান

ধরতে তাদের কান

পিছু করেছে তাড়া।

সাহস নিয়ে বুকে

শোষকেরই মুখে

দিয়েছো থুথুর ঝাড়ি,

কণ্ঠ থামাতে গিয়ে

জেলে যায় নিয়ে

এই ছিলো বাহাদুরি।

অভাব-অনটনে

দুঃখভরা মনে

থেমে থাকেনি রণ,

সততার কাজে

মানবের মাঝে

তুমি লড়েছো সারাক্ষণ।

* পাঠক ফোরাম বিভাগে লেখা পাঠানোর ই-মেইল : [email protected]

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়