শুক্রবার, ০৯ মে, ২০২৫  |   ৩৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২২, ০০:০০

তেলের জোরে
অনলাইন ডেস্ক

তেলের জোরে চলছে গাড়ি

চলছে আপন পথে,

ছুটছে আজি দিগি¦দিক ওই

ধূসর ডাঙার রথে।

তেলের জোরেই ভরছে হাঁড়ি

ভরছে হরেক পদে,

বাহাদুরি দেখায় সবার

আসক্তি যার মদে।

তেলের জোরেই শীর্ণ দেহ

বেজায় তরতাজা,

দম ফুড়িয়ে মরোমরো

ধরছে হাতে গাঁজা।

তেলের জোরেই পিচঢালা পথ

হচ্ছে কালো শেষে,

পড়ছে চাপা লালচে ধূলোয়

নতুন আলোয় হেসে।

তেলের জোরেই যায় মুছে যায়

মরচে পড়া ঢঙ,

পড়ছে গলে হুড়মুড়িয়ে

পাঁচমিশালি রঙ।

তেলের জোরেই চাটুকারে

করছে বসে রাজ,

চেটেপুটে খাচ্ছে সব-ই

ভুলে লোকলাজ।

তেলের জোরেই বাজার গরম

টগবগিয়ে বেশ,

তেলে তেলে তেলেসমাতি

রসাতলে দেশ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়