শুক্রবার, ০৯ মে, ২০২৫  |   ৩৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৪, ০০:০০

রিয়াদে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত

মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় ॥
রিয়াদে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত

সৌদি আরবের রাজধানী রিয়াদে মামুন রহমান (৩৯) নামে এক বাংলাদেশি যুবক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। রিয়াদের ২৫ নাম্বার এক্সিট সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতের দেশের বাড়ি ঢাকা বিভাগের মুন্সিগঞ্জের সিরাজদিখা উপজেলায়। তার পিতার নাম আবদুর রহমান। মৃত্যুকালে মামুন এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। এদিকে একই দুর্ঘটনায় কুমিল্লা সদর দক্ষিণের প্রবাসী তানভীর হাসান আহত হওয়ার খরব পাওয়া গেছে। তিনি গুরুতর আহত হয়েছেন বলে স্থানীয় প্রবাসী সিদ্দিকুর রহমান নয়ন জানান। গত রোববার সন্ধ্যার আগে তারা বাসা থেকে বেরিয়ে রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনা কবলিত হন। ঘটনাস্থলেই মামুন মারা যান,আর তানভীর হাসান গুরুতর আহত হলে তাকে স্থানীয় ডক্টর সোলেমান হাবিব হাহপাতালে নেয়া হয়। বর্তমানে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দুর্ঘটনায় নিহত মামুনের মরদেহ মর্গে রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়