রবিবার, ০৪ মে, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩, ০০:০০

আইউব সৈয়দ

প্রক্রিয়া চোখ মেলে।

উদ্দাম ইচ্ছেরা নিশিদিন হাসে,

প্রক্রিয়া ঝলমলে রঙিন।

ভুরুর পাশে

চেনা ঘ্রাণে রেখে যায় সতেজ চুম্বন,

প্রক্রিয়া শূন্যতা ভাঙে।

সময় ডাকছে

ডাকছে লেপ্টে থাকার দুরন্ত উল্লাস।

প্রক্রিয়া উপচে পড়ে

বন্ধনে গা ডুবিয়ে আঙুল ছোঁয়।

খোলে খুলছে

ব্যক্তিগত সুগোপন নকশা আঁকা দ্বার ,

যেখানে পেয়ে যায় ঠিকানা

ঠিকানা মানেই প্রক্রিয়া

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়