রবিবার, ০৪ মে, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩, ০০:০০

সালাউদ্দিন আকবর

কথা হবে আগামীকাল কিংবা অন্যসময়

একটু পরে কল দেবো

দুদিন পর উত্তর দিচ্ছি

এভাবেই কত প্রতিশ্রুতির মৃত্যু হচ্ছে

পরে পরে আর কত পরে?

চলো আমরা দুজনে চাঁদের আলোয় হাঁটব

“আজ নয় প্রেয়সী আগামীকাল

আজ প্রচণ্ড ঘুম পাচ্ছে”

এভাবে রাতের শহরে চাঁদের আলোয়

নীরব নিভৃতে

“একাকীত্ব”

বিষাদের ছায়ায় লুটোপুটি খায়।

এভাবে পরে পরে আর কত পরে?

ডাকবক্সের তালায় শ্যাওলা জমে

একান্নবর্তী সংসারের ভালোবাসা ছুটি নেয়

অসম্পূর্ণ কবিতার জন্ম হয়

পরে না বলার অপরাধবোধ কাঠগড়ায় দাঁড়ায়

পরে না শোনার কষ্ট খুঁচিয়ে খুঁচিয়ে যন্ত্রণা দেয়

সমস্ত কিছু পরে’র ঘাড়ে চাপিয়ে

বর্তমানকে অতীত করি

সেই পর তখন পার্শ্বপ্রতিক্রিয়ার কবলে

ঝড়ো হাওয়ায় পরের আর্তনাদ

একসময় কেবলই স্মৃতি ।

পরে এ কথাতেই সহস্র বছরের মৃত্যু হয়

পরে পরে আর কত পরে?

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়