রবিবার, ০৪ মে, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৩, ০০:০০

জলছত্র
অনলাইন ডেস্ক

চলতে চলতে সন্ধ্যা নামে পথে

গভীর জঙ্গুলে পথ, গাড়ো জীবনের ছবি

আনারস বনের পাশে অদ্ভুত নীরবতা

কতোটা সরল জীবন ঘর গেরস্তি মানুষের।

ছোট ছোট চার্চ অনাড়ম্বর, অনন্ত পথের কথা

পরিশ্রম ক্লান্ত কালো শরীরে নিত্যদিনের ঘানি

স্বপ্ন বৃক্ষে কতো ফুল, বৈরী যৌবনের মন ছবি

নিয়তি বাজায় বাঁশি, আকাশ জুড়ে তারকারাজি

ভাঙ্গা জীবনে যন্ত্রণায় বিদ্ধ রক্তাক্ত বুনো গল্প।

বদলে গেছে কতকিছু পথ ঘাট প্রান্তর

তবু লোকালয় থেকে দূরে হলুদ ফলানোর ইতিহাস

গারো যুবতীটির দুঃখ কথা, অনন্ত আঁধার,

চলতে চলতে বুনো পথে রাত, চড়াই উৎরাইয়ের দৃশ্যাবলি

শালবনে ভাসে শরৎ রাত্রির চাঁদ জ্যোৎস্নার ছায়া

জলছত্র জুড়ে কোন একটি অভয়াশ্রম কল্প বৃক্ষ

প্রকৃতির এমন নীরব আড়ম্বরে কোথায় লুকিয়ে যেন

বুনো মানুষের নিগূঢ়তম ঈশ্বর।

২৯ সেপ্টেম্বর ২০২৩, জলছত্র, টাঙ্গাইল, ১১ আশ্বিন ১৪৩০

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়