বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩, ০০:০০

বিচিত্র মতি
বিমল কান্তি দাশ

ক্রোধে বিপদাপন্ন হয় যত নির্বোধ।

প্রশমিত হলেই থেকে যায় ক্ষতি ক্ষোভ ॥

বিপদগ্রস্ত হয়ে পড়ে সহজেই লোভী।

পাপের আঁধারে নিমজ্জিত থাকে কলংকী ॥

বাচাল যত আছে মিথ্যাবাদী সংসারে।

স্বল্পভাষীরাই গুণীজন হয় সর্বস্তরে ॥

পরিকল্পনা বাস্তবায়নে মশগুল সাহসীরা

অপারগতায় শুধুই কান্না করে ভীরুরা ॥

ছাত্রদের মূলধন জিজ্ঞাসার উত্তরে ভিত্তি।

শিক্ষকের মূলধন পাঠ পরিকল্পনার প্রস্তুতি ॥

পরিশ্রমী নিয়ত কর্ম করে সফলতার আশে,

ফাঁকি দেয় অলস ব্যক্তি বিভিন্ন অজুহাতে ॥

প্রতারকের অভিনয় বোঝা বড় ভার।

সে নিশ্চয়ই বুঝিবে যদি হয় নির্মম শিকার ॥

বক ধামির্ক সজ্জিত থাকে বিভিন্ন উপাচারে।

প্রকৃত ধার্মিক সাদাসিধে ন্যায় ও ধৈর্য্যরে সমাহারে ॥

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়