বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

বাইশ থেকে আটাশ
অনলাইন ডেস্ক

বাইশ থেকে আটাশ এই সময়টা সবচেয়ে দুঃসহ,

বেঁচে থাকা হয়ে উঠে জরুরি জীবন হয় অর্থবহ।

এই সময়ে জীবনের পথ চলা বুঝতে শিখে লোকে,

চলতে জানে বুকে সাহস নিয়ে ভেঙে পড়ে না শত শোকে।

এই সময়ে পিতা মাতা হয় বৃদ্ধ বেড়ে যায় দায়িত্ব অনেক,

এ সময়ে আসে দুর্যোগের ঘনঘটা চারিদিকে নেমে বিপদ খানেক।

এ সময়ে বিচ্ছেদ হয় প্রেমিক-প্রেমিকার চাকরির পিছু ছুটে,

টাকা আর মামা খালুর জোরে কারো কারো চাকরি জুটে।

কেউ কেউ হয় দিশেহারা নিজেকে ভাবে পৃথিবীর বোঝা,

এই সময়ে সত্যি বলতে কি বেঁচে থাকার চেষ্টা করাও হয়ে উঠে না সোজা।

এই বাইশ থেকে আটাশ বছর জীবন যুদ্ধের এক রণক্ষেত্র,

খুব অল্প লোক লড়াই করতে জানে সফল হয় কিছু মাত্র।

এই সময়ে কত ঘাত প্রতিঘাত এসে কড়া নাড়ে জীবনে,

বলছি তোমায় হতাশ না হয়ে সাহস রাখো সদা মনে।

ধৈর্য যেজন করতে পারে আরো জানে করতে সাধনা,

জেনে রেখো এই পৃথিবী তাদের নয় যে লড়াই করতে জানে না।

সত্য বলা সত্য চলা এই পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ,

তবু বলি ভাই হেরে যেও না সত্য জয়ের হোক আওয়াজ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়