বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৩, ০০:০০

ধোঁয়াশা
অনলাইন ডেস্ক

একটি কবিতা লিখতে হবে

আহত বাঘিনীর মতো

নিস্তেজ একটি কবিতা, অথবা

উচ্ছ্বাস, উদ্বেগ, উন্মেষ জড়ানো কবিতা।

নির্মল শান্ত নদীর মতো কবিতারা

ধোঁয়াশার মতো জীবনে আসে,

ঝড় তুলে মনন ও মগজে

অশান্ত করে দেয় সম্মোহনী শক্তিকেও।

মন এক ক্ষয়িষ্ণু বাতিঘর

আলো নেয় অনাকাঙ্ক্ষিত উঠোন থেকে

বিক্ষিপ্ত করে তোলে জীবনের গতিপথ

ধূলিসাৎ করে দেয় এক লহমায়।

চঞ্চল দৃষ্টি নিমিষেই হয় ভালোবাসার আধার

অধরাকে রাঙায় রবির আবিরে

কপোল বেয়ে ঝরে ছলছল সুখ

অনাবিল, অনাহুত, অবাধ্য সুখ।

ঝড়-ঝঞ্ঝার মতো দুঃখ এলেও

ঠায় দাঁড়িয়ে থাকে জীবন

যৌবনকে করে উদ্বেলিত

উত্তেজিত জীবন উপেক্ষা করে শত বাধা

ভালোবাসার সুখণ্ডদুঃখ বিশ্রাম নেয় এক কাঁথায়।

কিন্তু মৃত্যু-

অতিশয় শক্তিশালী

জীবনকে অতিক্রম করে

পরাজিত করে ভালোবাসাকেও।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়