রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   শ্রীমঙ্গল থেকে অপহৃত কিশোরী রীমাকে সিলেটে মাসির বাসা থেকে উদ্ধার
  •   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর ওপর স্ত্রীর এসিড নিক্ষেপ
  •   ফরিদগঞ্জ থানা পুলিশ ও সেনাবাহিনীর অভিযানে ইয়াবা সহ ১ জন গ্রেফতার
  •   রহমতপুর কলোনীতে গ্রীল কেটে দুর্ধর্ষ চুরি
  •   আজ সন্ধ্যায় বিএনপির ৫ মনোনয়ন প্রত্যাাশী গুলশানে যাচ্ছেন মতবিনিময়ে

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ০৯:০২

ধানের পাতা হলুদ হয়ে যাচ্ছে, চিন্তায় কৃষক

বিশেষজ্ঞ বলছেন, কারণ নির্ণয় করে পরামর্শই পারে ধান রক্ষা করতে

কৃষিকণ্ঠ প্রতিবেদক
ধানের পাতা হলুদ হয়ে যাচ্ছে, চিন্তায় কৃষক

বাংলাদেশের প্রধান খাদ্যশস্য ধান। এই ধানই কৃষকের মুখে হাসি ফোটায়, আবার এই ধানেই অনেক সময় দেখা দেয় নানা সমস্যা। বর্তমানে চাঁদপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে কৃষকরা একটি সাধারণ সমস্যার মুখোমুখি হচ্ছেন। ধানের পাতার রং হলুদ হয়ে যাচ্ছে। এতে ফলন কমে যাওয়ার আশঙ্কায় কৃষকরা দুশ্চিন্তায় পড়েছেন।

বিশেষজ্ঞদের মতে, ধানের পাতা হলুদ হয়ে যাওয়া কোনো একক কারণ নয়। এটি হতে পারে মাটির পুষ্টিহীনতা, পানি ব্যবস্থাপনার সমস্যা, কিংবা রোগ-পোকার আক্রমণের ফলে।

ধানের পাতা হলুদ হওয়ার প্রধান কারণ

১। নাইট্রোজেন ঘাটতি : ধানের পাতায় নাইট্রোজেনের অভাবে গাছের নিচের দিকের পাতা আগে হলুদ হয়ে যায়, পরে পুরো গাছ দুর্বল হয়ে পড়ে।

২। অতিরিক্ত বা স্থির পানি : জমিতে পানি জমে থাকলে শিকড় পচে যায়, ফলে গাছ পুষ্টি নিতে পারে না। এর ফলে পাতা হলুদ হয়ে যায়।

৩। দস্তা ও সালফারের অভাব : এই দুই উপাদানের ঘাটতিতে ধানগাছ খাটো হয়ে যায়, কচি পাতায় সাদা বা হলুদ দাগ দেখা যায়।

৪। রোগ ও পোকামাকড়ের আক্রমণ : ‘পাতা পোড়া’, ‘শীথ ব্লাইট’ বা বাদামি গাছফড়িংয়ের আক্রমণে পাতা শুকিয়ে হলুদ হয়ে যেতে পারে।

করণীয় ও প্রতিকার

সুষম সার ব্যবহার : প্রতি বিঘায় সঠিক অনুপাতে ইউরিয়া, টিএসপি, এমওপি ও জিপসাম প্রয়োগ করতে হবে। পাতায় হলুদভাব দেখা দিলে প্রতি বিঘায় ৩৪ কেজি ইউরিয়া হালকা সেচের পর ছিটিয়ে দিতে হবে।

দস্তা ও সালফার সরবরাহ : যদি পাতায় সাদা দাগ দেখা যায়, তবে প্রতি বিঘায় ১ কেজি জিংক সালফেট ও ১ কেজি জিপসাম মিশিয়ে দিন।

রোগ-পোকার দমন : ছত্রাকজনিত দাগ দেখা দিলে প্রতি লিটার পানিতে ২ গ্রাম হেক্সাকোনাজল বা কার্বেন্ডাজিম মিশিয়ে স্প্রে করতে হবে। পোকামাকড় দেখা গেলে অনুমোদিত কীটনাশক প্রয়োগ করা যেতে পারে, তবে কৃষি কর্মকর্তার পরামর্শ নেওয়া জরুরি।

সঠিক পানি ব্যবস্থাপনা : জমিতে অতিরিক্ত পানি জমতে দেওয়া যাবে না, আবার পুরোপুরি শুকিয়েও ফেলবেন না। পানি চলাচলের ব্যবস্থা রাখুন।

মাটি পরীক্ষা করুন : প্রতি মৌসুমে কৃষি অফিসের মাধ্যমে মাটি পরীক্ষা করালে জমির প্রকৃতি ও পুষ্টি ঘাটতি জানা যায়, যা সঠিক সার ব্যবস্থাপনায় সহায়তা করে।

বিশেষজ্ঞের পরামর্শ : চাঁদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, ধানের পাতা হলুদ হওয়া সবসময় রোগের লক্ষণ নয়, অনেক সময় এটি পুষ্টি ভারসাম্যহীনতার ফল। কৃষকদের উচিত কারণ নির্ণয় করে ব্যবস্থা নেওয়া। স্থানীয় কৃষি কর্মকর্তার পরামর্শ নিলে সহজেই এই সমস্যা সমাধান সম্ভব।’

ধানের পাতা হলুদ হওয়া একটি সাধারণ কিন্তু গুরুতর সমস্যা। এটি উপেক্ষা করলে ফলন ২০-৩০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। তাই কৃষকদের সচেতন হয়ে জমি ও গাছ পর্যবেক্ষণ করতে হবে এবং সমস্যা দেখা দিলে দ্রুত ব্যবস্থা নিতে হবে। সঠিক কৃষি ব্যবস্থাপনা ও বিশেষজ্ঞ পরামর্শই পারে ধান রক্ষা করতে, আর কৃষকের মুখে ফেরাতে হাসি।

সূত্র: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি গবেষণা কেন্দ্র ও স্থানীয় কৃষি অফিস।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়