বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ১৪:৪৭

ফরিদগঞ্জে কৃষকদের সার ও বীজ বিতরণকালে ইউএনও সেটু কুমার বড়ুয়া

সরকার কৃষকদের উৎসাহিত করতে বিভিন্ন কর্মসূচির আওতায় সার ও বীজ বিতরণ করছে

প্রবীর চক্রবর্তী।।
সরকার কৃষকদের উৎসাহিত করতে বিভিন্ন কর্মসূচির আওতায় সার ও বীজ বিতরণ করছে

২০২৫-২৬ অর্থ বছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত থেকে প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে সবজি উৎপাদন বৃদ্ধির জন্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে শাকসবজির বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর ২০২৫) সকালে কর্মসূচির উদ্বোধনশেষে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া ও উপজেলা কৃষি কর্মকর্তা কল্লোল কিশোর সরকার ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা নুরে আলম ভুট্টো ।

প্রধান অতিথি সেটু কুমার বড়ুয়া বলেন, ফরিদগঞ্জ উপজেলা এমনিতেই ফসল উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। কিন্তু এই উৎপাদনকে আরো বাড়াতে হবে। এজন্যে সরকার কৃষকদের উৎসাহিত করতে বিভিন্ন কর্মসূচির আওতায় সার ও বীজ বিতরণ করছেন। আমি আশা করবো, আজকের বিনামূল্যে প্রাপ্ত বীজ ও সার দিয়ে আপনারা আরো বেশি ফসল উৎপাদন করে দেশের কৃষিতে ভূমিকা রাখবেন।

উপজেলা কৃষি অফিস জানায়, উপজেলার মোট ৪৩৫জন কৃষককে এই কর্মসূচির আওতায় সার ও বীজ বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়