শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ০৯:০২

মুহাররম মাস

আব্দুস সাত্তার সুমন
মুহাররম মাস

আব্দুস সাত্তার সুমন মুহাররম মাস

মুহাররম মাস আসলে পরে

কষ্টে ভাঙ্গে মন,

ইয়াজিদের সেই নির্মমতা

কালের সাক্ষী হন।

যুবকের বাদশা হাসান-হোসাইন

মা ফাতেমার ধন,

কারবালায় শহীদি বরণসহ

পরিবারগণ।

প্রিয় নবীজির আদরের নাতি

হোসাইন যুবনেতা,

মরুভূমিতে তৃষ্ণায় কাতর

জীবন দিয়েছে যেথা।

নাতি-পুতি অনেক ছিলেন

রাসূলের কয়েকজন,

সবার জন্য প্রার্থনা করি

সর্বোপরি ক্ষণ।

রোজা রাখি নামাজ পড়ি

কোরআন হাদিস মেনে,

বিয়ে-শাদি শুভ কাজে

বাধা দিই কেনে?

ভালো-মন্দ একই দিনে

হয়েছিল কত!

স্মৃতির পাতায় মুহাররাম মাসে

লেখা আছে শত।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়