প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ১১:৪০
জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের বাণী

শরতের আগমনে ঢাকের শব্দ জানিয়ে দেয় দেবী দুর্গার মতের্য আগমনের বার্তা। দেবী আসেন সকল অনাচার, অবিচার, পাপ, হানাহানি ধুয়ে মুছে আলোকিত পৃথিবীকে শস্য সবুজ-শ্যামল ছায়ায় ভরে দিতে। দেবী পূজায় সনাতনী বাঙালি হিন্দু সম্প্রদায়ের মাঝে দেখা দেয় উৎসবের আমেজ। পূজা মণ্ডপ রূপ নেয় সাম্প্রদায়িক সম্প্রীতির মিলন মেলায়। যেখানে দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষ অনেকেরই উপস্থিতি পরিলক্ষিত হয়। দেবী চরণে আমাদের প্রার্থনা, সাম্প্রদায়িক সম্প্রীতির বিচরণ ভূমি বাংলাদেশের প্রতিটি মানুষের নাগরিক অধিকার প্রতিষ্ঠিত হোক। সন্ত্রাস-জঙ্গিবাদ চিরতরে বিনাশ হোক। গড়ে উঠুক সুখী-সমৃদ্ধ বাংলাদেশ। শারদীয় দুর্গোৎসবে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষ সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
শুভেচ্ছান্তে- সভাপতি অ্যাড. বিনয় ভূষন মজুমদার, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, চঁাদপুর।