প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ১৫:০৪
স্মৃতির পাতায় পাঠক ফোরাম
দৈনিক চঁাদপুর কণ্ঠ-এর পাঠক ফোরাম আমার হৃদয়ের এক নিবিড় ভালোবাসার জায়গা। এটি শুধু একটি সাহিত্যিক আয়োজন নয়Ñএ যেন চঁাদপুরের সাহিত্য-সংস্কৃতির এক উর্বর ভূমি, যেখানে কবিতা, ছড়া, গল্প, ভ্রমণকাহিনিসহ নানাবিধ সৃষ্টিশীল রচনায় প্রতিটি সংখ্যা হয়ে ওঠে এক সাহিত্যিক উৎসব।
২০০৯ সাল থেকে পাঠক ফোরামের সঙ্গে আমার পথচলা। শুরু থেকেই এটি আমার কাছে ছিল এক অনন্য মিলনমেলাÑযেখানে নবীন ও প্রবীণ সাহিত্যিকেরা হাত ধরাধরি করে হঁাটে, মনের কথা বলে, আর গড়ে তোলে সাহিত্যিক ভ্রাতৃত্বের এক অনুপম বন্ধন।
চঁাদপুর কণ্ঠের পাঠক ফোরামের মাধ্যমে এই জেলার অসংখ্য কবি, প্রাবন্ধিক ও সাহিত্যিক জাত হয়ে উঠেছেন, যঁাদের অনেকেই আজ জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। আমি গর্বিত যে মো. মিজানুর রহমান রানা ভাইয়ের সম্পাদনায় বহুবার এই ফোরামে লেখার সুযোগ পেয়েছি। সেই সময় থেকেই মনের গহীনে এক স্বপ্ন লালন করতামÑযঁাদের লেখা পড়ি, একদিন তঁাদের সামনাসামনি দেখবো, কথা বলবো।
প্রধান সম্পাদক কাজী শাহাদাত স্যারের প্রাজ্ঞ দিকনির্দেশনায় পাঠক ফোরাম আজ এক সুসংগঠিত ও মর্যাদাসম্পন্ন সাহিত্য প্ল্যাটফর্মে রূপ নিয়েছে। আমার বাড়ি চঁাদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়নের মদনা গ্রামে। স্মার্টফোন তখন ছিলো না বললেই চলে। নিজের লেখা পাঠাতে কখনো সাইকেল চালিয়ে শহরে যেতাম, কখনোবা ডাকযোগে পাঠাতাম পত্র। আজও সেই মধুর স্মৃতিগুলো হৃদয়জুড়ে এক অভাবনীয় উচ্ছ্বাস ছড়িয়ে দেয়।
চঁাদপুর কণ্ঠে লেখা প্রকাশ না হলে মন খারাপ হতো, আর প্রকাশিত হলে আনন্দে আত্মহারা হতাম। শিশুকণ্ঠ, পাঠক ফোরাম, শিক্ষাঙ্গন, সাহিত্যপাতা, ইসলামী কণ্ঠে প্রায় প্রতিটি বিভাগেই নিয়মিত লিখেছি। লেখার প্রতি ভালোবাসা আর পাঠক ফোরামের অকুণ্ঠ প্রেরণা আমাকে এখনও সাহিত্যচর্চায় প্রাণবন্ত রাখে।