প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ০৯:১২
গ্যালাতিয়া সমাচার
অনলাইন ডেস্ক

ইয়াছিন দেওয়ান গ্যালাতিয়া সমাচার
(১)
সরাবে চুমো দিতে দৃষ্টিভ্রমে হাসো।
স্নায়ুতন্ত্র ঘোরের সংস্পর্শে যেন শামুুক হয়।
বোধগম্যহীন প্যাগমিলিয়নের জানা হয় না,
তোমার প্রাণ নেই!প্রেম জেগে উঠে ধাতুতে, উন্মাদ প্রেমিক চুমো দেয় ভাস্কর্যে।
(২)
প্রতারক প্রেমিক প্রার্থনায়
উষ্ণ ঠোঁট খুঁজে,
দেবী কল্পনাও সৃষ্টি করে দৃষ্টিভ্রম
সরাবের নেশা ভালোবাসার তিলক ফোটে নারী মূর্তি নাভিতে।