সোমবার, ১৪ জুলাই, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ০৮:৫৯

প্রবাসী শিক্ষক যখন সৌখিন চাষি

অনলাইন ডেস্ক
প্রবাসী শিক্ষক যখন সৌখিন চাষি

আমেরিকার নিউইয়র্কে নিজ বাসার আঙ্গিনায় খালি জায়গায় দৈনিক চাঁদপুর কণ্ঠের উপদেষ্টা প্রফেসর ড. অরুন চন্দ্র পাল সবজি ও ফুলের বাগান গড়ে তুলেছেন। ছবিতে সে বাগানের খণ্ড চিত্র। এ বাগানে তিনি পাঁচ ধরনের মরিচ, টমেটো, সরিষা, বেগুন, কলাগাছ, লাউ, কুমড়া, আলু, করলা, শশা, লাল শাক, ডাঁটা, তিন ধরনের ছিম, কচু, আট রকমের গোলাপ, জবা, ঢেঁড়স, দু ধরনের লেবু, সটবেরি, পাটগাছ, দুন্দুল ও ধনিয়া পাতা চাষ করেছেন। এতে তাঁর নিজের সবজির চাহিদা মিটে এবং আত্মীয়স্বজন ও প্রতিবেশীকেও দিতে পারেন। কৃষিকণ্ঠ পাতার নিচের দিকে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়