শনিবার, ১২ জুলাই, ২০২৫  |   ৩৩ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ০৯:০৫

সেই মেয়ে

অনলাইন ডেস্ক
সেই মেয়ে

কাজী আজিজুল হাকিম সেই মেয়ে

জোসনা রাতে চাঁদের হাসি

তার মুখে ফুলের বাঁশি

চোখ তার টানা টানা

মেলে সে রঙিন ডানা

শান্তিমাখা দুই হাতে

রূপে গুণে একসাথে

চুলের ঘ্রাণে হারিয়ে যাই

তার হৃদয়ের মাঝখানে

দু পায়ে নুপুর নাচে

চলনে তার কোমল সাজে

স্বভাবে সে কোমলমতি

পাপড়িতে তার আলো জ্বলে

ভোরের মত মুখটা খুলে

তাকে দেখলে মন দোলে

ভালো থাকুক সে প্রাণ খুলে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়