শনিবার, ০৩ মে, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪, ১০:৪৮

শিশু-কিশোর

অনলাইন ডেস্ক
শিশু-কিশোর

শিশু-কিশোর শহিদুল ইসলাম খোকন

আমরা যারা শিশু-কিশোর থাকবো নাতো এ রকম বিশ্ব যারা জয় করেছে হতে হবে সে রকম।

নিয়মিত লেখাপড়া খেলাধুলা করবো গুরুজনদের আদেশ নিয়ে সোনার জীবন গড়বো।

হিংসা-বিবাদ ভুলে গিয়ে সবাই মিলে চলবো বিপৎগামীদের সঠিক পথে আসতে আমরা বলবো।

পিতামাতা গুণীজনদের আদেশ নিষেধ মানবো অজানা সব গল্প কথা তাদের কাছে জানবো।

লাজুকতা ভুলে গিয়ে শিখতে হবো আগ্রহী ভুল করলে ক্ষমা চাইবো হবো নাকো বিদ্রোহী।

ফুলের মতো সাজিয়ে নিবো জীবন চলার পথ যতই আসুক অভাব কষ্ট তবুও থাকবো সৎ।

ভালোবাসা দিয়ে হবে সকল কিছু মুগ্ধ অস্ত্র দিয়ে হানাহানি চাইনা কভু যুদ্ধ।

সঠিক পথে গড়লে জীবন থাকবে না বিদ্বেষ আমরাই একদিন গড়তে পারবো সোনার বাংলাদেশ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়