শনিবার, ০৩ মে, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৪, ১২:২৩

শীতের আগমনী বার্তা

সেহজাদি আরিয়া
শীতের আগমনী বার্তা

ঘাসের উপর চিকচিক শিশির কণা।

সকাল আটটা কিংবা নয়টা অব্দি ধোঁ-ধোঁ কুয়াশা,

যেন জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা।

বাতাসে ঠান্ডা শিরশির অনুভূতি,

শরতের বিদায়ে ও হেমন্তের আগমন ক্ষনে

চারপাশ মুখরিত।

নবান্নের উৎসবের আয়োজনে পাড়া-মহল্লায় পিঠাপুলির ধুম!

বাহারি নকশি ফোঁড়ের পিঠা।

খেজুরের রসে ডুবিয়ে খাওয়া

আহ্ কী মনোমুগ্ধকর স্বাদ......!

শীতের এমন আগমনে নিজগৃহ

আরো উজ্জ্বল নক্ষত্রের মতো হয়ে গেল।

আনন্দ উল্লাসে উপকৃত সকলের মন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়