শনিবার, ০৩ মে, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২১, ১৯:২৯

দীর্ঘ দেড় বছর পর শিক্ষা প্রতিষ্ঠান খোলার ঘোষণায় চলছে ক্লাস রুম পরিস্কারের কাজ

শরীফুল ইসলাম
দীর্ঘ দেড় বছর পর শিক্ষা প্রতিষ্ঠান খোলার ঘোষণায় চলছে  ক্লাস রুম পরিস্কারের কাজ

দীর্ঘ দেড় বছর পর শিক্ষা প্রতিষ্ঠান খোলার ঘোষণায় ক্লাস রুম পরিস্কারের কাজ চলছে। বিশ্বে করোনা মহামারী পরিস্থিতিতে পুরু পৃথিবী যখন বিধ্বস্ত, ঠিক তখনি গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে করোনা মোকাবিলায় ধপায় ধপায় কঠোর লকডাউ ঘোষণার পাশাপাশি দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছেন। ২০২০ সালের ১৭ই মার্চ থেকে আজ পর্যন্ত প্রায় দেড় বছর বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিলো।

করোনা মহামারীর প্রাদুর্ভাবে ক্রমাগত কঠোর লকডাউন,বাড়তি সচেতনতা এবং করোনা ভ্যাকসিন প্রদানের মাধ্যমে করোনার কিছুটা লাগাম টানতে পারায় সরকার শর্ত সাপেক্ষে ১২সেপ্টেম্বর রবিবার সল্প পরিসরে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ঘোষণা দেন।তারপরও স্কুল কলেজের শিক্ষক, শিক্ষার্থীদের মাঝে দেখা গেছে ঈদ আমেজের মতো আনন্দ উল্লাস।

দীর্ঘ সময় ধরে স্কুল কলেজ বন্ধ থাকায় টুল,টেবিল সহ ক্লাস রুমগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।তাই গত এক সপ্তাহ যাবত চলছে স্কুল কলেজের টুল, টেবিল, অফিস সহ প্রতিষ্ঠানের সকল জিনিসপত্রাদি পরিস্কারের কাজ।

চাঁদপুর কন্ঠের প্রতিনিধির সাক্ষাৎকারে হাইমচর উপজেলাধীন চরভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন,করোনা মহামারির কারনে দেশের শিক্ষা প্রতিষ্ঠান গুলো বন্ধ থাকায় আমরা অনলাইন ক্লাসের ব্যবস্হা করেছি,মোবাইল ফোনে ছাত্র ছাত্রীদেরকে বিভিন্ন ভাবে সাজেশন দিয়েছি। তারপরও স্কুলে সরাসরি ক্লাসের ভুমিকা অপরিসীম।সরাসরি ক্লাস রুমে ক্লাস করাতে পারলে ছাত্র ছাত্রীদের দীর্ঘ দিনের জড়তা কাটবে সাথে সাথে পড়াশোনার মান উন্নয়ন হবে।তাই,আমরা প্রায় এক সপ্তাহ যাবত স্কুলের ক্লাস রুম সহ স্কুলের আশপাশের সকল জায়গা সুন্দর করে পরিস্কার করাচ্ছি। স্কুলে ছাত্র ছাত্রীরা প্রবেশ করার পূর্বে সকল ধরনের স্বাস্থ্যবিধি অবলম্বন করে ক্লাসে প্রবেশ করতে দেওয়া হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়