সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   এসএসসি সমমানের পরীক্ষার ফল প্রকাশ

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩, ০০:৫৪

শ্রীনগরে তীব্র গরমে সাঁতার কেটে শিশুদের উল্লাস

আব্দুল মান্নান সিদ্দিকী
শ্রীনগরে তীব্র গরমে  সাঁতার কেটে শিশুদের উল্লাস

শ্রীনগরে তীব্র গরমে পুকুরে সাঁতার কেটে শিশুরা উল্লাস করতে দেখা গেছে। ধারাবাহিক বৃষ্টির পর হঠাৎ তীব্র গরমে দুপুরে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার ঢাকা দোহার সড়কের পাশে তালুকদার বাড়ি পুকুরে একদল শিশু-কিশোর পানিতে নেমে মনের আনন্দে সাঁতার কেটে চলছিল।

২৭আগস্ট দুপুর এক টার এ সময় তাদের সাথে উপস্থিত ছিলেন, এ পুকুরের স্বত্বাধিকারী ও শিশুদের অভিভাবক মোঃ মাসুদ তালুকদার।তিনি এ প্রতিনিধিকে জানান, তার পুকুরে বিভিন্ন প্রকার মাছ চাষ করেছেন।গত কয়েকদিন ধারাবাহিক ভাবে বৃষ্টি হলে ও খাল বিলে বৃষ্টিও বর্ষার তেমন পানি নেই। ধারাবাহিক বৃষ্টির পরে তীব্র গরমে জন জীবন অতিষ্ঠ হয়ে ওঠে । তাই তিনি তার ভাতিজাদের সাথে একটি ছোট্ট নৌকা নিয়ে পুকুরে এসেছেন গোসল করতে। গোসলের ফাঁকে পুকুরে ভাসমান আগাছা, কচুরিপানা ও শ্যাওলা পরিষ্কার করছিলেন। বর্তমানে শহর ও গ্রামের মধ্যে কোন পার্থক্য নেই। ছোট বেলায় তারা দলবেঁধে এ পুকুর পাড়ে বসে গল্প করতেন।তারপরে সাঁতার কেটে পুকুরে গোসল করলে ও বর্তমানে এ দৃশ্য চোখে পড়ে না।কারণ গ্রামের প্রতিটি বাড়িতেই শহরের মত দালান কোটায় ভরপুর আর এসব দালানের ভেতরে গড়ে উঠেছে অত্যাধুনিক বাথরুম। তাতে রয়েছে ঝরনা শাওয়াল তাই এখন কেউ প্রয়োজন ছাড়া আর পুকুর পাড়ে গোসল করতে আসেনা দল বেঁধে ।সেই ঐতিহ্য আজ বিলুপ্তির পথে ।তাই তিনি শিশুদের আনন্দ দিতে প্রকৃতির কাছে পরিচয় করাতে ভাতিজাদের কে নিয়ে এসেছেন পুকুরে সাঁতার কেটে মনের আনন্দে গোসল করছে । এফাঁকে তার পুকুরে ভাসমান শ্যাওলা ও কচুরি পানা পরিষ্কার করছেন ছোট্ট নৌকাটি দিয়ে ।শিশু সুমন চাচার সাথে এসে সাঁতার কেটে গোসল করতে পেরে খুব আনন্দিত, অন্যরাও তার সাথে সহমত পোষণ করলো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়