বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ২১:১৬

দারুচ্ছুন্নাত জামে মসজিদের উন্নয়নের লক্ষ্যে হাসান আলী হাই স্কুল মাঠে ওয়াজ মাহফিল

যারা নবীকে নিয়ে কটূক্তি করে তাদের আকিদা বিশুদ্ধ হতে পারে না

......... মাওলানা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী

স্টাফ রিপোর্টার।।
যারা নবীকে নিয়ে কটূক্তি করে তাদের আকিদা বিশুদ্ধ হতে পারে না

চাঁদপুর পৌরসভার ১৩নং ওয়ার্ডের মির্জাপুর খানকায়ে ছালেহিয়া মোহেব্বীয়া কমপ্লেক্সে দারুচ্ছুন্নাত জামে মসজিদের উন্নয়নের লক্ষ্যে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫) বাদ আসর চাঁদপুর হাসান আলী হাই স্কুল মাঠে আয়োজিত এ মাহফিলে প্রধান আলোচক ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রবীণ আলেম আলহাজ্ব হযরত মাওলানা মীর মো. হাবিবুর রহমান যুক্তিবাদী (ঢাকা)।

তিনি তাঁর বক্তব্যে বলেন, ইসলামের সৌন্দর্য হলো আমল। আর আমলের সৌন্দর্য আকিদা। আকিদা বিশুদ্ধ হলে আমলের মর্যাদা বেড়ে যায়। আর যারা নবীকে নিয়ে কটূক্তি করে বা খাটো করে তাদের আকিদা বিশুদ্ধ হতে পারে না।

তিনি আরো বলেন, ৫০ বছর ধরে ওয়াজ করি। কখনো নবীর শানের বিরুদ্ধে কিছু বলিনি, মানুষকে ভুল বোঝাইনি। মানুষকে আল্লাহমুখী করতে কুরআন-সুন্নাহর আলোকে উদ্বুদ্ধ করেছি। তিনি বাংলাদেশে জাতীয় নির্বাচন ও দেশের মধ্যে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সরকারের প্রতি আহ্বান জানান।

খানকায়ে ছালেহিয়া মোহেব্বীয়া কমপ্লেক্সের সভাপতি মাও. মো. সাইফুদ্দিন খন্দকারের সভাপতিত্বে ও লেডি দেওলভী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এস. এম. জাকির হোসেনের সঞ্চালনায় আরও আলোচনা করেন হাঁসা আল-আমিন ফাজিল মাদ্রাসার শিক্ষক মাও. মো. হাবিবুর রহমান মোহেব্বী, বাংলা ভিশনের ইসলামী আলোচক মাও. মো. আফছার উদ্দিন মোহেব্বী, মাছিমপুর ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাও. মো. হাবিবুর রহমান সালেহী, ওছমানিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মুফতি মহিউদ্দিন জাফরী, বাইতুল আমিন রেলওয়ে জামে মসজিদের পেশ ইমাম মুফতি জাফর আহমদ, চিশতিয়া জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা খলিলুর রহমান, চাঁদপুর দারুচ্ছুন্নাত তাহফিজুল কোরআন মাদ্রাসার পরিচালক হাফেজ মাও. মো. দ্বীন ইসলাম প্রমুখ।

মাহফিলে বিভিন্ন মাদ্রাসার জুলফিকার হামদ, নাত ও গজল পরিবেশক দলের সদস্যরা কোরআন তেলাওয়াত ও গজল পরিবেশন করেন। উপস্থিত ছিলেন জেলা গণফোরামের সভাপতি অ্যাড. সেলিম আকবর, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মাও. এ. এইচ. এম. আহসান উল্লাহ, চাঁদপুর আহমদিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাও. মো. মোস্তাফিজুর রহমান খান ও বর্তমান অধ্যক্ষ মাও. মো. মাছুম বিল্লাহ, খানকায়ে ছালেহিয়া মোহেব্বীয়া কমপ্লেক্সের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. হাসান আলী ভূঁইয়া, সাগর ইন হোটেলের স্বত্বাধিকারী মো. নজরুল ইসলাম ভূঁইয়া, বিশিষ্ট ব্যবসায়ী মো. মিজানুর রহমান, বিশিষ্ট ব্যাংকার মো. মাছুম বিল্লাহ, মাহফিল কমিটির সভাপতি কাজী মাও. মো. ফজলুল কবির পাটওয়ারী ও মাও. মো. আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন মসজিদের ইমাম, মাদ্রাসার ছাত্র-শিক্ষক, রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ।

পরে মিলাদ-কিয়াম শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত করেন প্রধান আলোচক মাও. মীর মো. হাবিবুর রহমান যুক্তিবাদী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়