সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২১:০০

গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের নবীন বরণ

সময়ের মূল্য যারা দেয় না, তারা একসময় সময়ের কাছেই পরাজিত হয় ..............সুলতানা রাজিয়া

প্রবীর চক্রবর্তী।।
সময়ের মূল্য যারা দেয় না, তারা একসময় সময়ের কাছেই পরাজিত হয় ..............সুলতানা রাজিয়া

ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া বলেছেন, তোমাদের আজকে যাদের নবীন হিসেবে বরণ করা হচ্ছে, তোমাদের আলোকিত মানুষ হতে হবে। যাতে আমরা একটি আলোকিত সমাজ গড়তে পারি। যেই সমাজে থাকবে না কোনো অন্যায়, অনিয়ম, দুর্নীতি। সত্য কথা বলার সৎসাহস থাকতে হবে, যা পথচলার গতিকে অনেক দূর বাড়িয়ে দিবে। সময়ের মূল্য দিতে হবে। সময়ের মূল্য যারা দেয় না, তারা এক সময়ে সময়ের কাছেই পরাজিত হয়। পৃথিবীর শ্রেষ্ঠ জীব হিসেবে আমরা মানুষরা চিহ্নিত। আমাদের মস্তিষ্ক পৃথিবীর অন্যতম উর্বর ক্ষেত্র। এই উর্বর ক্ষেত্র সচল রাখতে তার তথ্য ভাণ্ডার প্রতিনিয়ত সমৃদ্ধ করতে হবে। ফেসবুক দিয়ে তা ভরপুর রাখলে এর থেকে ভালো কিছু আশা করতে পারো না। তাই নিয়মিত অধ্যয়ন, প্রচুর বই পড়া, সাহিত্যচর্চা তথা জ্ঞানার্জনের জন্যে চেষ্টা চালিয়ে যেতে হবে। তবেই আমরা আমাদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে সক্ষম হবো।

ফরিদগঞ্জ গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথাগুলো বলেন। সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) সকালে কলেজ অডিটোরিয়ামে কলেজের ভারপ্রাপ্ত (অধ্যক্ষ) দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের সিনিয়র শিক্ষক পিযূষ পাল, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সঞ্জয় ভৌমিক, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, রূপসা দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হুমায়ুন কবির, সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল খান, অভিভাবক সোহেল খান, হাবিব উল্লাহ ভূঁইয়া প্রমুখ। এর আগে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন অতিথিবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়