সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২১:৩৪

কোস্টগার্ডের অভিযানে জব্দকৃত ৫৯ কেজি গাঁজা আদালতের নির্দেশে ধ্বংস করা হচ্ছে

স্টাফ রিপোর্টার।।
কোস্টগার্ডের  অভিযানে জব্দকৃত ৫৯ কেজি  গাঁজা আদালতের নির্দেশে ধ্বংস করা হচ্ছে

চাঁদপুর কোস্টগার্ডের বিভিন্ন সময়ে পরিচালিত অভিযানে জব্দকৃত প্রায় ১৮ লাখ টাকা মূল্যের ৫৯ কেজি ৮৫০ গ্রাম গাঁজা আদালতের নির্দেশে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ২০২৫) ধ্বংস করা হবে। কোস্টগার্ডের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তাতে বলা হয়,

প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্টগার্ড দেশের সুবিশাল সমুদ্র উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এ সকল এলাকায় আইন-শৃঙ্খলা নিশ্চিতকরণ, চোরাচালান, মাদক ও মানব পাচার রোধ এবং জনগণের জানমাল রক্ষায় বাংলাদেশ কোস্টগার্ড মানুষের মাঝে নিরাপত্তা ও আস্থার বিশ্বস্ত প্রতীকে পরিণত হয়েছে। গত ৩০ মার্চ হতে ২০ জুন ২০২৫ তারিখ পর্যন্ত কোস্টগার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক সদর উপজেলায় পৃথক ৫টি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৮ লাখ ১৫ হাজার টাকা মূল্যের ৬০ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ৪ জন আসামিকে আটক করা হয়। আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণের জন্যে চাঁদপুর সদর থানায় মামলা দায়ের করে হস্তান্তর করা হয়। জব্দকৃত গাঁজার নমুনা হিসেবে ৬৫০ গ্রাম গাঁজা সংশ্লিষ্ট থানায় জমা প্রদান করা হয়। চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, চাঁদপুর স্মারক নং ১০০০৩, ১০০০৪, ১০০০৫, ১০০০৬ ও ১০০০৭ তারিখ ১৫ সেপ্টেম্বর ২০২৫ মোতাবেক কোস্টগার্ড স্টেশন চাঁদপুর মালখানায় রক্ষিত ৫৯ কেজি ৮৫০ গ্রাম গাঁজা ধ্বংসের নির্দেশনা প্রদান করেন।

প্রাপ্ত নির্দেশনা মোতাবেক মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৪টায় কোস্টগার্ড স্টেশন চাঁদপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালত, চাঁদপুর-এর উপস্থিতিতে ৫৯ কেজি ৮৫০ গ্রাম গাঁজা ধ্বংস করা হবে। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সংশ্লিষ্ট থানার পুলিশের প্রতিনিধিগণও উপস্থিত থাকবেন। মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় বাংলাদেশ কোস্টগার্ড এরূপ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়