প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২২:২২
হাজীগঞ্জ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য নির্বাচন সম্পন্ন

হাজীগঞ্জ ডিগ্রি কলেজের গভর্নিং বডির প্রতিষ্ঠাকালীন ভূমিদাতা সদস্য নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৫) কলেজের হলরুমে প্রতিষ্ঠাতা সদস্য মো. আলী হোসেন মজুমদারের সভাপ্রধানে এবং প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য মো. হোসেন আহমেদ প্লেটো ও মো. মোস্তফা মজুমদার সুমনের যৌথ সঞ্চালনায় এক সভা অনুষ্ঠিত হয়।
|আরো খবর
সভায় হাজীগঞ্জ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা (ভূমিদাতা) পরিবারের সদস্যদের মধ্যে পর্যায়ক্রমে প্রতি সেশনে ডিগ্রি কলেজ ও রান্ধুনীমুড়া প্রাথমিক বিদ্যালয়ের কমিটিতে একজন করে প্রতিনিধিত্ব করবেন বলে সিদ্ধান্ত গৃহীত হয়। এরপরেই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মুযযাম্মেল হুসাইনের হাতে নির্বাচনের কাগজপত্র তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য মো. দেলোয়ার হোসেন মজুমদার, প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য আব্দুর রাজ্জাক মজুমদার দুলাল, কলেজ পরিচালনা পর্ষদের বিদোৎসাহী সদস্য মো. আকতার হোসেন, এমরান হোসেন, উপাধ্যক্ষ মো. আনোয়ার উল্যাহ, মো. মহিউদ্দিন মজুমদার, শহিদুল ইসলাম টিপু মজুমদার, একরামুল করিম মজুমদার সুজন, খালেক মজুমদার, এনামুল হক মজুমদার, মো. ফজলুল হক মজুমদার, নূরনবী মোস্তফা নিশান মজুমদার, ফয়েজ মজুমদার উজ্জ্বল, মো. ইউনুছ মজুমদার প্রমুখ।
উলেখ্য, হাজীগঞ্জ ডিগ্রি কলেজ প্রতিষ্ঠার জন্যে যারা জমি দিয়েছিলেন তাঁরা হলেন : আলহাজ্ব সেকান্দর মিঞা মজুমদার, এসকান্দর মিঞা মজুমদার, আবদুল মতিন মজুমদার, সামছুল হক মজুমদার, নূরুল ইসলাম মজুমদার, আবুল খায়ের মজুমদার, আবুল কাশেম মজুমদার, তাফাজ্জাল হোসেন মজুমদার, দেলোয়ার হোসেন মজুমদার, আলী হোসেন মজুমদার ও জাকির হোসেন মজুমদার। তাঁরা কলেজ প্রতিষ্ঠার জন্যে কন্ডিশনাল গিফট (উপহার) হিসেবে ৫ একর জমি দান করেন। কলেজের জমি সংক্রান্ত দলিলে এ দাতাগণের নাম উল্লেখ রয়েছে। দলিলে লেখা রয়েছে, আমরা দলিলদাতাগণ আমাদের পূূর্বপুরুষগণের আত্মার মাগফেরাত কামনা ও হাজীগঞ্জবাসীর কলেজ প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তব রূপদানের জন্যে মহান আল্লাহর উদ্দেশ্যে আমরা আমাদের নিম্নোক্ত ভূমি হাজীগঞ্জ কলেজ কমিটি বরাবরে দান করিয়া লিখিয়া দিতেছি।
রান্ধুনীমুড়া (মনিনাগ) মজুমদার পরিবার ১৯৬৯ সালের ২২ জুলাই এ দলিল করেন। হাজীগঞ্জ পৌরসভাধীন রান্ধুনীমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার জন্যে যাঁরা জমি দিয়েছিলেন তাঁরা হলেন : মরহুম কাশিম আলী মজুমদার, মরহুম ইয়াছিন মজুমদার ও সেকান্দর আলী মজুমদার। রান্ধুনীমুড়া (মনিনাগ) মজুমদার পরিবার ১৯৩০ সালে রান্ধুনীমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার জন্যে জমি দিয়েছিলেন।