প্রকাশ : ২৭ মে ২০২৫, ০৯:৪৬
ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা ১ম পত্রে ভালো নম্বর পেতে হলে
প্রিয় এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের প্রতি রইলো আমার আন্তরিক দোয়া ও শুভেচ্ছা। ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী হিসেবে তোমরা যারা ফিন্যান্স বিষয়টি নিয়েছো তোমাদের জন্য আমার কিছু প্রয়োজনীয় দিকনির্দেশনা, যা তোমাদেরকে উক্ত বিষয়ে ভালো গ্রেড (অ+, অ) পেতে সহায়তা করবে।
তোমরা সবাই অবগত রয়েছে যে, উক্ত বিষয়টি দু ধরনের প্রশ্নে বিভক্ত।
ক. সৃজনশীল প্রশ্ন ৭০
খ. নৈব্যক্তিক প্রশ্ন ৩০
সৃজনশীল অংশে ভালো নম্বর পেতে হলে তোমাদেরকে নিম্নোক্ত অধ্যায়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
১। অর্থায়নের সূচনা (তাত্ত্বিক)
২। অর্থের সময় মূল্য (গাণিতিক)
৩। দীর্ঘমেয়াদী অর্থায়ন (গাণিতিক)
৪। মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত (গাণিতিক)
৫। ঝুঁকি এবং মুনাফার হার (গাণিতিক)
এক্ষেত্রে শিক্ষার্থীদেরকে উপরোক্ত গাণিতিক অধ্যায়গুলোর উপর সর্বোচ্চ জোর দিতে হবে।
বিশেষ করে বিগত পাঁচবছরে বিভিন্ন শিক্ষা বোর্ডে আসা গাণিতিক প্রশ্নগুলো সমাধান করতে হবে ও একাধিকবার অনুশীলন করতে হবে।
নৈর্ব্যক্তিক অংশে ভালো নম্বর পেতে হলে উপরোক্ত অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ নৈর্ব্যক্তিকগুলো পড়তে হবে। বিশেষ করে বিগত বছরে বিভিন্ন বোর্ডে আসা নৈর্ব্যত্তিকগুলো পড়তে হবে ও অনুশীলন করতে হবে।
মনে রাখবে, সফলতার জন্য কঠোর পরিশ্রমের বিকল্প কিছু নেই। সাফল্য তোমাদের হাতছানি দিয়ে ডাকছে। তোমরা শুধু চেষ্টা করে যাও। তোমাদের জন্য অগ্রিম শুভকামনা রইলো।
মো. সাইফুল ইসলাম : সহকারী অধ্যাপক, বিবিএ,
হাজীগঞ্জ আইডিয়াল কলেজ অফ এডুকেশন
হাজীগঞ্জ, চাঁদপুর।