শুক্রবার, ০২ মে, ২০২৫  |   ৩২ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২১:২৯

ফরিদগঞ্জ এআর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির নবীনবরণ

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জ এআর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির নবীনবরণ

ফরিদগঞ্জ উপজেলা সদরস্থ ফরিদগঞ্জ আবিদুর রেজা (এআর) মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি ২০২৫) সকালে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়ার পর বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসিনা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মোহাম্মদ আলী জিন্নাহ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, নবীনবরণ উৎসবের মাধ্যমে মাধ্যমিক পর্যায়ে পদার্পণ করা শিক্ষার্থীদের আলোর পথে আসার আমন্ত্রণ জানানো হলো। শিক্ষা হতে হবে আনন্দময়। শিক্ষা হতে হবে প্রকৃত মানুষ হওয়ার উপযোগী করে গড়ে তোলার মাধ্যম। আমরা আশা করবো বিদ্যালয় কর্তৃপক্ষ এই প্রতিষ্ঠানের লেখাপড়ার মান বৃদ্ধি করে একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করবে।

নবম শ্রেণির শিক্ষার্থী নাফিজা আক্তার ও সানজিদা নবী আদৃতার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রফিকুল ইসলাম ও জেসমিন আক্তার বক্তব্য রাখেন। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়