মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১০ আগস্ট ২০২৩, ২১:৩৫

ধড্ডা মোয়াজ্জেম হোসেন চৌধুরী ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া

কামরুজ্জামান টুটুল
ধড্ডা মোয়াজ্জেম হোসেন চৌধুরী ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া

হাজীগঞ্জের হাটিলা পশ্চিম ইউনিয়নের ধড্ডা মোয়াজ্জেম হোসেন চৌধুরী ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ আগস্ট বৃহস্পতিবার কলেজ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাডঃ মোঃ আহছান হাবীব চৌধুরী।

অধ্যক্ষ মোঃ জামাল উদ্দিনের সভাপ্রধানে ও সহকারী অধ্যাপক মোঃ এবারত উল্যাহ্ মানিকের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পর্ষদের হিতৈষী সদস্য ও হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আসফাকুল আলম চৌধুরী, পরিচালনা পর্ষদের সদস্য মোঃ মাসুদ মোল্লা, শাহীন পাটওয়ারী প্রমুখ।

সভায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষকদের মধ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন মোঃ আমজাদ হোসেন, রনেশ কুমার পোদ্দার, মাসুদ আলম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী মোঃ শাকিল হোসেন ও গীতা থেকে পাঠ করেন চিত্তরঞ্জন পাল। এরপর সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে কলেজ পরিচালনা পর্ষদের সদস্য মোঃ মিজানুর রহমান, ডাঃ মোঃ মজিবুর রহমান, ধড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ জসিম উদ্দিন মুন্সী, ইউনিয়ন যুবলীগের সভাপতি আমিনুল হক বাবলুসহ অন্য অতিথিবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, কলেজের শিক্ষক, অভিভাবক, পরীক্ষার্থী ও অধ্যয়নরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়