সোমবার, ০৪ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৩, ২১:২৮

৩০ এপ্রিল থেকে সারাদেশে এসএসসি ও সমমান পরীক্ষা

চাঁদপুরে ৭৪ কেন্দ্রে পরীক্ষা দিবে সাড়ে ৩৬ হাজার

মিজানুর রহমান
৩০ এপ্রিল থেকে সারাদেশে এসএসসি ও সমমান পরীক্ষা

৩০ এপ্রিল, রোববার থেকে শুরু হচ্ছে চলতি বছরের (২০২৩) এসএসসি ও সমমানের পরীক্ষা, চলবে ২৩ মে পর্যন্ত। আর দাখিল লিখিত পরীক্ষা শেষ হবে ২৫ মে। গত বছরের মতো পুনর্বিন্যাস করা সিলেবাসেই নেয়া হবে এ পরীক্ষা। তবে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে হবে পরীক্ষা। পরীক্ষা শুরু হবে সকাল ১০টায়। পরীক্ষা শুরুর কমপক্ষে আধা ঘণ্টা আগে পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষাকেন্দ্রে ঢুকতে হবে। ৩০ এপ্রিল পরীক্ষার প্রথম দিন বাংলা (আবশ্যিক) প্রথমপত্র অনুষ্ঠিত হবে।

নিয়মানুযায়ী, ট্রেজারি বা থানা থেকে নির্দিষ্ট তারিখের পরীক্ষার প্রশ্নপত্রের সব সেট পরীক্ষা কেন্দ্রে পাঠানো হবে। তারপর পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে খুদে বার্তার মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে কোন সেটে সেদিনের পরীক্ষা অনুষ্ঠিত হবে, তা (কোড জানানো হয়) জানিয়ে দেওয়া হবে। কেন্দ্র সচিব ছাড়া আর কেউ মুঠোফোন কিংবা ইলেকট্রনিক যন্ত্র নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পারবেন না। কেন্দ্র সচিবও ছবি তোলা যায় না— এমন একটি সাধারণ মুঠোফোন ব্যবহার করতে পারবেন। পরীক্ষাসংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া আর কেউ কেন্দ্রে ঢুকতে পারবেন না।

জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা শাখার তথ্য মতে, কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীন এবার চাঁদপুরের ৮ উপজেলায় ৭৪ টি কেন্দ্রে ৩৬ হাজার ৫শ’ ২৩ জন পরীক্ষা দিবে। এর মধ্যে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ২৭ হাজার ৯ জন ও কেন্দ্র ৪৫ টি এবং দাখিল পরীক্ষার্থীর সংখ্যা ৭ হাজার ৭ শ’৩৪ জন এবং কেন্দ্র ১৯ টি ও এসএসসি ভোকেশনাল ১০ টি কেন্দ্রে ১ হাজার ৭শ’ ৭১ জন।এবারের এসএসসি ও সমমান পরীক্ষা নকলমুক্ত সুষ্ঠ ও সুন্দর পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে সকল আয়োজন সম্পন্ন করেছে জেলা ও উপজেলা প্রশাসনের শিক্ষা বিভাগ।

উল্লেখ্য, সারাদেশে ১১টি শিক্ষা বোর্ড থেকে এ বছর পরীক্ষায় অংশ নিচ্ছে ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ১০ লাখ ২১ হাজার ১৯৭ জন এবং ছাত্রী ১০ লাখ ৫০ হাজার ৯৬৬ জন। ২৯ হাজার ৭৯৮টি প্রতিষ্ঠানের মোট ৩ হাজার ৮১০টি কেন্দ্রে এবার পরীক্ষা হবে। গত বছরের চেয়ে এবার প্রতিষ্ঠান বেড়েছে ২০৭টি এবং কেন্দ্র বেড়েছে ২০টি। এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় মনিটরিং ও আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা শেষে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, ‘পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই। যারা গুজব রটাবে তাদের বিরুদ্ধ ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়