প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ১২:২৩
কুমিল্লায় বাংলাদেশ কৃষি ব্যাংকের গুরুত্বপূর্ণ সম্মেলন

বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবসায়িক সাফল্যের অগ্রযাত্রাকে আরও বেগবান করতে কুমিল্লায় অনুষ্ঠিত হলো গুরুত্বপূর্ণ এক সম্মেলন। গত শনিবার (২৬ জুলাই ২০২৫) বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এর ময়নামতি অডিটরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন কুমিল্লা উত্তর ও দক্ষিণ মুখ্য অঞ্চলের অঞ্চল শাখা ব্যবস্থাপকসহ সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ। আলোচনায় মূল প্রতিপাদ্য ছিলো ৩০ জুনভিত্তিক ব্যবসায়িক লক্ষ্যমাত্রার বিপরীতে অর্জনের পর্যালোচনা ও আগামীর পরিকল্পনা। ওই সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ কৃষি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (১) মো. আব্দুর রহিম বলেন, ব্যাংকের উন্নয়ন ও লক্ষ্য পূরণে কর্মকর্তাদের আরো কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করতে হবে।
|আরো খবর
সম্মেলন সভাপতি কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক আশরাফুজ্জামান খান বলেন, নির্ধারিত সময়সীমার মধ্যে লক্ষ্যমাত্রা পূরণে কার্যকর কৌশল গ্রহণ ও মাঠ পর্যায়ে কার্যক্রম তদারকির বিকল্প নেই। ওই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা প্রবীর কুমার দাস, মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক (কুমিল্লা উত্তর) উপমহাব্যবস্থাপক ভূপতি রঞ্জন দাস ও আঞ্চলিক ব্যবস্থাপক (কুমিল্লা দক্ষিণ) সহকারী মহাব্যবস্থাপক তানভীর সাইফুল্লাহ।
সম্মেলনে অংশগ্রহণকারী কর্মকর্তারা বর্তমান সাফল্য, ভবিষ্যৎ লক্ষ্যমাত্রা ও তা অর্জনে করণীয় বিষয়ে মতামত দেন। এ ছাড়াও ব্যাংকের আধুনিকায়ন, গ্রাহকসেবা এবং প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাড়ানোর দিকেও গুরুত্ব দেওয়া হয়।