সোমবার, ২১ জুলাই, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ৯ বছরের খরা কাটাল বাংলাদেশ
  •   চাঁদপুর রেলওয়ে কোর্ট স্টেশনে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু
  •   চাঁদপুর বিআরটিএ কার্যালয়ের বিরুদ্ধে অপপ্রচারের নেপথ্যে--
  •   হাসপাতাল কর্তৃপক্ষের ক্ষমতার দাপটে বিচার পাচ্ছে না ক্ষতিগ্রস্তরা

প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ১৮:৩০

শ্রীমঙ্গলে বাজেটে নাগরিক অংশগ্রহণ নিয়ে র‌্যালি ও আলোচনা সভা

মৌলভীবাজার প্রতিনিধি
শ্রীমঙ্গলে বাজেটে নাগরিক অংশগ্রহণ নিয়ে র‌্যালি ও আলোচনা সভা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্কুল বাজেট ও ইউনিয়ন পরিষদ বাজেট নিয়ে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০ জুলাই ২০২৫) সকালে শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া চা-বাগানে র‌্যালি ও আলোচনা সভাটি

আইআইডি'র সহযোগিতায় সম্পন্ন হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন Mseda সভাপতি মো. মিজানুর রহমান আলম। সভায় বক্তব্য রাখেন সংস্থার এডমিন অফিসার শিরীন বেগম, প্রজেক্ট ম্যানেজার আমিনুর রশীদ, মনিটরিং অফিসার রিপন মৃধা প্রমুখ।

সভায় স্কুল বাজেটে নিরাপদ খাবার পানি, খেলাধুলার সামগ্রী, টয়লেট সুবিধা, বাচ্চাদের টিফিন, উপবৃত্তি, চেয়ার টেবিল, স্কুল লাইব্রেরি, শিশুদের নিরাপদ যাতায়াত, প্রতিবন্ধী শিশুদের জন্যে বিশেষ উদ্যােগ প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করা হয়।

ইউনিয়ন পরিষদ বাজেটে নলকূপ স্থাপন, কৃষি উন্নয়ন, সেচ, চিকিৎসা সেবা, দুর্যোগকালীন সহায়তা, রাস্তা নির্মাণ ও মেরামত, নারী উন্নয়ন কার্যক্রম প্রভৃতি বিষয় নিয়ে উপস্থিত সকলকে অবহিত করা হয়।

এছাড়াও সভায় ও র‌্যালিতে ভাড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দীপ্ত রায় ও স্কুলের ছাত্র-ছাত্রী, অভিভাবক, চা-বাগানের নারী পুরুষসহ প্রায় শতাধিক ব্যক্তি অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়