বুধবার, ০৭ মে, ২০২৫  |   ২৫ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ১৮ আগস্ট ২০২১, ২২:১৩

হাসপাতাল থেকে অক্সিজেন সিলিন্ডার চুরির ঘটনায় যুবক আটক

স্টাফ রিপোর্টার
হাসপাতাল থেকে অক্সিজেন সিলিন্ডার চুরির ঘটনায় যুবক আটক

আড়াইশ’ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতাল থেকে অক্সিজেনভর্তি একটি সিলিন্ডার চুরির ঘটনায় সাগর নামে এক যুবককে আটক করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। পরে আটক চোরকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। ১৭ আগস্ট মঙ্গলবার দুপুরে হাসপাতালের দ্বিতীয় তলায় আইসোলেশন ইউনিটে এ চুরির ঘটনাটি ঘটে। চোর এ কাজটি করেছে এক অ্যাম্বুলেন্স চালকের সহযোগিতায়।

এ ব্যাপারে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ আসিবুল আহসান আসিব চাঁদপুর কণ্ঠকে জানান, ক্লোজ সার্কিট ক্যামেরার (সিসিটিভি) ফুটেজ দেখে ওই চোরকে শনাক্ত করা হয়। সেদিন রাত ৮টায় সাগরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন।

আরএমও আরো জানান, আটক সাগর হাসপাতালের কেউ না। এক অ্যাম্বুলেন্স চালকের সহযোগিতায় হাসপাতালের বাইরে ভাড়ায় অক্সিজেন সাপ্লাই দিতে সিলিন্ডারটি চুরি করে নিয়ে যাচ্ছিলো সে। তখন তাকে আটক করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়