রবিবার, ০৪ মে, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৪ আগস্ট ২০২১, ১৩:০৪

র‌্যাব-১১-এর অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার

অনলাইন ডেস্ক
র‌্যাব-১১-এর অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ০৩ আগস্ট কুমিল্লা জেলার কোতয়ালি থানার আমতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে অভিনব কায়দায় পাকস্থলীতে করে ইয়াবা ট্যাবলেট পরিবহনের সময় একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানার দক্ষিন হরিনা গ্রামের মৃত হাজী আশরাফ আলী এর ছেলে মোঃ ইকবাল হোসেন (৩৯)। পরবর্তীতে তার পাকস্থলী থেকে চিকিৎসকের মাধ্যমে ৪,৩৭৫ পিস ইয়াবা ট্যাবেলট উদ্ধার করা হয়। প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ পাকস্থলীতে করে অভিনব কায়দায় ইয়াবা ট্যাবলেট পরিবহন করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালি মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়