শনিবার, ০৩ মে, ২০২৫  |   ২৫ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২০ জুলাই ২০২১, ১৮:৪৬

ক্রেতা শূন্য কোরবানির পশুর হাট

কামরুজ্জামান টুটুল
ক্রেতা শূন্য কোরবানির পশুর হাট
হাজীগঞ্জ পশ্চিম বাজারে ক্রেতা শূণ্য গরুর বাজারের ছবিটি তোলা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে তিনটায় ছবি: কামরুজ্জামান টুটুল

ঈদের আগের দিন মঙ্গলবার হাজীগঞ্জে অনেকটাই ক্রেতা শূন্য হয়ে পড়েছে কোরবানী পশুর হাট বাজার। বাজার কিংবা বাজারের বাইরে এখনো অনেক গরু অবিক্রিত রয়ে গেছে। অনেকটা গরু হিসেবে ক্রেতার উপস্থিতি নিতান্তই কম। মঙ্গলবার এমন চিত্র দেখা গেছে হাজীগঞ্জের বেশ কয়েকটি গরুর বাজারে।

জেলার হাজীগঞ্জ পশ্চিম বাজারের মেঘনা বাসষ্ট্যান্ডে ও কালচোঁ দক্ষিন ইউনিয়নের রামপুরে অস্থায়ী গরুর বাজার ঘুরে মঙ্গলবার দুপুরে দেখা যায়,বাজারে প্রচুর কোরবানীর গরু রয়েছে। এসব বাজার গুলোতে গরুর ছেয়ে ক্রেতা উপস্থিতি অনেক কম। তবে এবারে দেশি প্রচুর গরুর উপস্থিতি লক্ষ করা গেছে এবারে।

হাজীগঞ্জ পশ্চিম বাজারে দেশি ষাড় নিয়ে আসা উপজেলার কালচোঁ গ্রামের রফিক জানান,গত সোমবার ষাড়টি ১লাখ ১০ হাজার টাকা মূল্য বলেছে কয়েকজন। আজকে ৯৫ হাজার টাকার বেশি কেউ বলছে না তবে ১ লাখ টাকা হলে আজকে বিক্রি করে দেবো।

রামপুরে রাজারে ব্যবসায়ী গরু নিয়ে বাকিলা গ্রামের হাসেম জানান আজকে চালান দর হলে গরু বিক্রি করে দেবো। এ পর্যন্ত যে কয়জনে মূল্য বলেছে সবাই চালান থেকে ১০ হাজার টাকা কম বলছে।

সরজমিনে এ সকল বাজার গুলোতে ঘুরে দেখা যায়, মঙ্গলবার বেলা ৪ টা পর্যন্ত বাজারে প্রচুর গরু রয়েছে তবে গরু হিসেবে ক্রেতা অনেক কম। বেশ কয়েক জনের সাথে কথা বলে জানা গেছে ইতিমধ্যে বেশিরভাগ গরু কিনে ফেলেছে। তাই আজকে শেষ দিন এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়