শনিবার, ০৩ মে, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২২, ১৮:১০

চাঁদপুর নার্সিং ইনস্টিটিউটের ৫২ শিক্ষার্থীর করোনা পজিটিভ

চাঁদপুর নার্সিং ইনস্টিটিউটের ৫২ শিক্ষার্থীর করোনা পজিটিভ
অনলাইন ডেস্ক

চাঁদপুর নার্সিং ইনস্টিটিউটের ১৮৬ শিক্ষার্থীর নমুনা পরীক্ষায় ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। তারা সবাই ছাত্রীনিবাসে হোম কোয়ারেন্টিনে রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ একেএম মাহাবুবুর রহমান। তিনি বলেন, গত এক সপ্তাহের ব্যবধানে পর্যায়ক্রমে চাঁদপুর নার্সিং ইনস্টিটিউটের সকল স্টুডেন্টের করোনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ৫২ জনের রিপোর্ট পজিটিভ আসে।

নার্সিং ইন্সট্রাক্টর ইনচার্জ সেলিনা আক্তার জানান, প্রথম ১০ জনের মধ্যে ৬ জনের, পরে আরো ১০ জনের মধ্যে ৭ জনের পজিটিভ রিপোর্ট আসলে এরপর ১৮৬ জন স্টুডেন্টের সবাই'র নমুনা নিয়ে পরীক্ষা করা হয়। তাদের মধ্য ৫২ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। তিনি আরো বলেন, আমরা যারা কর্মকর্তা-কর্মচারী আছি, তাদেরও নমুনা নেওয়া হবে।

কোভিড চিকিৎসক ডাঃ মাসুদ রানা, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সাজেদা পলিন, সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত্বাবধায়ক টাইম টু টাইম খবর নিচ্ছেন। করোনায় আক্রান্ত স্টুডেন্টরা মোটামুটি ভাল আছে, তাদের শারীরিক অবস্থা অতটা খারাপ নয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়