রবিবার, ০৪ মে, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২২, ১৯:৫২

শাহরাস্তিতে বাড়ছে করোনা

শাহরাস্তিতে বাড়ছে করোনা
মোঃ মঈনুল ইসলাম কাজল

শাহরাস্তিতে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। ৩ মাস ধরে সংক্রমণের হার নিয়ন্ত্রণে থাকলেও গত সপ্তাহে নতুন করে ৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের র‍্যাপিড এন্টিজেন টেস্ট ল্যাবের মেডিকেল টেকনোলজিস্ট মোঃ খোরশেদ আলম জানান, গত ১০ দিনে র‍্যাপিড এন্টিজেন ল্যাবে ৪৯ টি নমুনা ও চাঁদপুরের ভাষাবিদ এম এ ওয়াদুদ আরটিপিসিআর ল্যাবে ৩৭ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আরটিপিসিআর পরীক্ষায় ৭ জনের করোনা পজেটিভ এসেছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নাসির উদ্দিন জানান, গত ১০ দিনে ৭ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ এসেছে। করোনার নতুন ধরণ ওমিক্রন ও শীত কেন্দ্রিক সংক্রমন থেকে বাঁচতে যথাযত শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। কোন অবস্থাতেই মাস্ক ব্যবহার ত্যাগ করা যাবে না। তিনি সবাইকে স্বাস্হ্য সচেতন হওয়ার আহ্বান জানান।

প্রসঙ্গত, শাহরাস্তি উপজেলায় এ পর্যন্ত র‍্যপিড এন্টিজেন টেস্ট ল্যাবে ২ হাজার ২৩ টি ও চাঁদপুরের ভাষাবিদ এম এ ওয়াদুদ আরটিপিসিআর ল্যাবে ২ হাজার ৯ শ’ ১৪ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে ১ হাজার ৪শ’ ৭৬ জনের করোনা পজেটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে ৩২ জন মারা গেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়