রবিবার, ০৩ আগস্ট, ২০২৫  |   ৩৩ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২১, ২২:১৮

হাজীগঞ্জ প্রেসক্লাবের আয়োজন

মাহবুবুল আলম চুন্নুর স্মরণ সভা

মাহবুবুল আলম চুন্নুর স্মরণ সভা
পাপ্পু মাহমুদ

হাজীগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে সদ্য প্রয়াত প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মাহবুবুল আলম চুননুর স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সন্ধ্যায় রোটারী সেন্টারে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় কর্মজীবনের বিভিন্ন দিক ও প্রেসক্লাব গঠনে তাঁর ভূমিকা তুলে ধরেন প্রেসক্লাবের সদস্যরা এবং তার আত্মার শান্তি কামনা করেন। স্মরণ সভায় সদস্যরা বলেন, মাহবুুবুল আলম চুননু ছিলেন একজন দক্ষ সংগঠক, সাহিত্যিক, লেখক। তাঁর সৃষ্টিশীল কর্মেই তিনি আমাদের মাঝে বেঁচে থাকবেন।

স্মরণ সভায় সদ্য প্রয়াত হাজীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মাহবুবুল আলম চুননুর স্মৃতিচারণ করেন, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি ইকবালুজ্জামান ফারুক, প্রতিষ্ঠাতা সদস্য অধ্যাপক মোঃ সেলিম, যুগল কৃষ্ণ হালদার, মোঃ জাকির মজুমদার, মোঃ হাবিবুর রহমান।

হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গাজী সালাউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনায়েত মজুমদারের সঞ্চালনায় প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা স্মৃতিচারন করেন। এছাড়াও স্মরণ সভায় বক্তব্য রাখেন, মাহবুবুল আলম চুননুর একমাত্র ছেলে এ কে জেড আলম শিমুল।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়