শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ১৪:৪৯

মতলবে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৮

রেদওয়ান আহমেদ জাকির।।
মতলবে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৮

মতলব পৌরসভার ৪নং ওয়ার্ডের চরমুকন্দি এলাকায় একটি পাগলা কুকুরের কামড়ে শিশুসহ কমপক্ষে ১৮ জন আহত হয়েছে। আহতদের মধ্যে অধিকাংশই শিশু হওয়ায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

হাসপাতাল ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার (৩০ জানুয়ারি ২০২৬) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সময়ের মধ্যে চরমুকন্দি এলাকার বিভিন্ন স্থানে একটি পাগলা কুকুরের কামড়ে শিশু, কিশোর ও প্রাপ্তবয়স্কসহ ১৮ জন আহত হয়। পরে আহতদের দ্রুত মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে সকল আহত ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে রয়েছেন পৌরসভার চরমুকন্দি এলাকার রাফি (৭), ফরহাদ (৮), আশরাফুল (৬), শান্ত (৬), হোসাইন (৬), নাফিজা আক্তার (১২), অর্পণ (৬), জাহিদ (২৬), নবীর (২২), হোসাইন (৩), আমির হামজা (৭), জিহানা (৮), জারা (৩) ও শাফায়াত (৫)।

এলাকার মিজান পাটোয়ারী, শামীম দেওয়ানসহ একাধিক ব্যক্তি জানান, দীর্ঘদিন ধরে এলাকায় বেওয়ারিশ কুকুরের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। পৌরসভা কর্তৃক নিয়মিত কুকুর নিধন কার্যক্রম না থাকায় কুকুরের উপদ্রব দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। তারা পৌরসভার দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে মতলব পৌরসভার সচিব সাইফুর রহমান বলেন, “ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আমরা জেনেছি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয় দ্রুত যথাযথ কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।"

মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম রায়হান বলেন, উপজেলা পর্যায়ে ভ্যাকসিন না থাকায় আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়