প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ১৯:১৫
চাঁদপুর বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভা

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন চাঁদপুর শহরস্থ বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) বিকেল ৩টায় চাঁদপুরের জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় জেলা প্রশাসকের পক্ষে সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহার। তিনি সভাপতির বক্তব্যে বলেন, প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস ও ১৫ শতাংশ জমি বরাদ্দের বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে হবে । এ ব্যাপারে চাঁদপুর সদরের এসিল্যান্ডকে ১৫ শতাংশ জমি বরাদ্দের বিষয়টি বিবেচনায় নিতে চিঠি দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। সেই সাথে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থীদের জন্যে সরকারের তরফ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক প্রতিমা রাণী ভৌমিকের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির দাতা সদস্য সোহেল রুশদী, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির প্রতিষ্ঠাতা সদস্য ও চাঁদপুর সরকারি কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ মো. ইসমাইল তপাদার কাঞ্চন, চাঁদপুর সিভিল সার্জনের প্রতিনিধি ডা. নাছরিন পারভীন, চাঁদপুর জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নাজমা আক্তার ও বিদ্যালয়ের শিক্ষক মো. মোরশেদ আলম খান। সভা মোতাবেক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে নিয়োগের ব্যবস্থা নেওয়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ এবং অনুমোদন করা হয় ।







