প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ২২:০৫
হাজীগঞ্জে হাফেজ ছাত্রদের মাঝে পুরস্কার বিতরণ ও ইসলামী জনকল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ।

হাজীগঞ্জের কাজিরগাঁওয়ে হালিমিয়া কারিমিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের মাঝে পুরস্কার বিতরণ ও মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়েছে। সোমবার (১২ জানুয়ারি ২০২৬) হাজীগঞ্জ-কচুয়া সড়কের পাশে অবস্থিত মাদ্রাসায় আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে পবিত্র কোরআন মাজিদ হিফয্ সম্পন্ন ছাত্রদের পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানশেষে হাজীগঞ্জ ইসলামী জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ করা হয়েছে। এছাড়া মাদ্রাসা সংলগ্ন বিভিন্ন স্থানে চারাগাছ রোপণ করেন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন হাফেজ মাও. মো. মোস্তফা হবিব, হাফেজ মাও. মোহাম্মদ যুবায়ের, ফাউন্ডেশনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জামাল উদ্দিন মিয়াজি, আলহাজ্ব আনোয়ার হোসেন বতু, ফাউন্ডেশনের সচিব মোহাম্মদ কামাল গাজী, কার্যকরী সদস্য মাও. ইসমাইল জোনের, শহিদুল ইসলাম মানিক, মাদ্রাসা মোহতামিম হাফেজ মুফতি মো. আবদুল হান্নানসহ অন্যান্য অতিথি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।
এর আগে গত ৩ জানুয়ারি ও ৮ জানুয়ারি হাজীগঞ্জ রেলস্টেশন, বাসস্ট্যান্ড, বেদে পল্লী, ধর্মীয় প্রতিষ্ঠান সংলগ্ন এলাকাসহ হাট-বাজারে ভাসমান ছিন্নমূল ও উপজেলার বিভিন্ন স্থানে শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) ও কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে জনকল্যাণ ফাউন্ডেশন।








