সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ১২:৫০

মতলব উত্তর থানা পুলিশের অভিযানে সংঘবদ্ধ অনলাইন প্রতারক চক্রের মূল হোতাসহ ৪ জন গ্রেফতার

মতলব উত্তর থানা পুলিশের অভিযানে সংঘবদ্ধ অনলাইন প্রতারক চক্রের মূল হোতাসহ ৪ জন গ্রেফতার
অনলাইন ডেস্ক

মতলব উত্তর থানা পুলিশ অনলাইন প্রতারক চক্রের মূল হোতাসহ ৪জনকে আটক করতে সক্ষম হয়েছে।

নোয়াখালী জেলার কবিরহাট উপজেলাধীন পূর্ব ফতেপুর গ্রামের জাহিরুল ইসলাম (২২)-এর লিখিত অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, অনলাইনে পরিচয়ের সূত্র ধরে হেদায়েত উল্লাহ ওরফে মনির (৪০) নামের এক ব্যক্তি ফার্নিচারের ব্যবসার প্রলোভন দেখিয়ে নগদ ও ব্যাংক একাউন্টের মাধ্যমে প্রতারণামূলকভাবে মোট আট লক্ষ আটানব্বই হাজার টাকা আত্মসাৎ করে। চাঁদপুর জেলা পুলিশ সুপার রবিউল হাসানের সার্বিক দিকনির্দেশনায় এবং সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব ও মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসানের তত্ত্বাবধানে এসআই মো. রেজাউল করিমের নেতৃত্বে গত রোববার (১১ জানুয়ারি ২০২৬) অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মতলব উত্তর থানা এলাকা থেকে নজরুল ইসলাম ওরফে নজু (৫৭) ও মো. আল আমিন ওরফে রিফাত (৩০) কে আটক করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলাধীন এলাকায় অভিযান চালিয়ে চক্রের মূল হোতা হেদায়েত উল্লাহ ওরফে মনির হোসেন (৪৫) এবং তার সহযোগী রাব্বি হোসেন ওরফে জাবেদ (২৪)কে গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত হেদায়েত উল্লাহ ওরফে মনিরের নেতৃত্বে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ, বিশেষ করে সহজ-সরল গ্রাম্য নারীদের জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে ব্যাংক একাউন্ট খুলে চেক বই ও ডেবিট/ভিসা কার্ড নিজেদের হেফাজতে রেখে টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ ও ম্যাসেঞ্জারের মাধ্যমে প্রতারণা করে আসছিলো। অভিযানকালে আসামিদের হেফাজত হতে বিভিন্ন ব্যক্তির নামে বিভিন্ন ব্যাংকের মোট ৬টি চেক বই ও ১৯টি ডেবিট/ভিসা কার্ড উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে উদ্ধারকৃত একাধিক একাউন্টে অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে মামলা রুজু করে আইনানুগ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সূত্র : পুলিশ মিডিয়া চাঁদপুর।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়