বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৯

চাঁদপুর-২ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থীর মনোনয়ন ফরম উত্তোলন

মাহবুব আলম লাভলু।।
চাঁদপুর-২ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থীর মনোনয়ন ফরম উত্তোলন
চাঁদপুর-২ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী ইউএনও মাহমুদা কুলসুম মনির কাছ থেকে মনোনয়ন ফরম উত্তোলন করেন।

চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী (রিক্সা প্রতীক) মো. মোশারফ হোসেন মনোনয়ন ফরম উত্তোলন করেছেন।

সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) সকালে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদা কুলসুম মনির কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসন থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী (রিক্সা প্রতীক) মো. মোশারফ হোসেন নির্বাচনে বিজয়ী হবেন—এমন আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, আমি সংসদ সদস্য নির্বাচিত হলে মতলবকে একটি আধুনিক মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো, ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, মানুষ এখন আলেম-ওলামা ও ইসলামী দলগুলোকে ভালোবাসে। মানুষ পরিবর্তন চায়। তাই আগামী নির্বাচনে মানুষ চায় ইসলামী দলগুলো বাংলাদেশে রাষ্ট্রক্ষমতায় আসুক। আমাদের বাংলাদেশ খেলাফত মজলিসের অবস্থান ভালো। তাই চাঁদপুর-২ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস (রিক্সা প্রতীক)-এর বিজয় নিশ্চিত, ইনশাআল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা শাখার সভাপতি মাওলানা শফিউদ্দিন, সেক্রেটারি মো. শাহাদাত হোসেন, সহ-সেক্রেটারি মাওলানা ইব্রাহীম, সাংগঠনিক সম্পাদক মো. মুফতি জাহিদুল ইসলাম, সহ- সাংগঠনিক সম্পাদক মো. আমানাতুল্লাহ (রানা)সহ উপজেলা ও ইউনিয়ন শাখা কমিটির সদস্য এবং সম্মানিত ব্যক্তিবর্গ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়