মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ১৮:৩৮

চাঁদপুর-৩ আসনে মনোনয়নপত্র তুললেন কমিউনিস্ট পার্টির কাস্তে মার্কার প্রার্থী জাহাঙ্গীর হোসেন

প্রেস বিজ্ঞপ্তি ।।
চাঁদপুর-৩ আসনে মনোনয়নপত্র তুললেন কমিউনিস্ট পার্টির কাস্তে মার্কার প্রার্থী জাহাঙ্গীর হোসেন
চাঁদপুর-৩ আসনে মনোনয়নপত্র তোলেন কমিউনিস্ট পার্টির কাস্তে মার্কার প্রার্থী জাহাঙ্গীর হোসেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মনোনীত চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য প্রার্থী, লেখক ও শিক্ষক আন্দোলনের নেতা মো. জাহাঙ্গীর হোসেন মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২৫) দুপুরে চাঁদপুর জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমার হাত থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা কমিটির সভাপতি জাকির হোসেন মিয়াজী, সদস্য চন্দ্র শেখর মজুমদার এবং জেলা ছাত্র ইউনিয়নের যুগ্ম-আহ্বায়ক টিপু সুলতান।

কাস্তে মার্কার প্রার্থী জাহাঙ্গীর হোসেন বলেন, বাংলাদেশের প্রান্তিক মানুষের প্রধান চাওয়া হচ্ছে ভাত-কাপড়ের গ্যারান্টি, মানবিক মর্যাদার জীবন এবং মানুষের জানমালের নিরাপত্তা, যা বাংলাদেশে এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। শিক্ষা ও কাজের নিশ্চয়তা নেই। যুব-তরুণদের সুন্দর ও অগ্রসর জীবনের পথ স্বাধীনতার ৫৪ বছর পরেও কেউ রচনা করতে পারেনি। সবাই কথার ফুলঝুরি ফোটায়, কিন্তু যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়নি। অবশিষ্ট যেসব কারখানা আছে, সেগুলোও ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে।

মানুষের অর্থনৈতিক মুক্তি নেই, কিন্তু দুর্নীতির আতিশয্যের গতিপ্রবাহ ঠিকই অব্যাহত রয়েছে। ধ্বংসাত্মক এসব অবস্থা থেকে মুক্তি পেতে হলে কমিউনিস্ট পার্টিকে ক্ষমতায়ন করতে হবে। তাই কাস্তে মার্কায় ভোট দেওয়া এখন সময়ের দাবি।

উল্লেখ্য, মো. জাহাঙ্গীর হোসেনের দলীয় প্রতীক কাস্তে। তিনি বর্তমানে চাঁদপুর জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক, বাংলাদেশ যুব ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম মেম্বার ও জেলা কমিটির সভাপতি, বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি চাঁদপুর মুক্তিযুদ্ধের বিজয় মেলার যুগ্ম-মহাসচিব, চাঁদপুর লেখক পরিষদের সভাপতি এবং জাগরণ সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতির দায়িত্ব পালন করছেন।

তিনি ছাত্রজীবনে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চাঁদপুর জেলা সংসদের সভাপতি, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী চাঁদপুর জেলা সংসদের সহ-সাধারণ সম্পাদক এবং পুরাণবাজার বিজয় উৎসবের যুগ্ম-মহাসচিবের দায়িত্ব পালন করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়