প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ১৮:৩৩
চাঁদপুর প্রেসক্লাবে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ বিষয়ে সুজনের গোলটেবিল বৈঠক

চাঁদপুরে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ বিষয়ে নাগরিক ভাবনা ও করণীয় নিয়ে এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 'সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুজন (সুশাসনের জন্য নাগরিক) চাঁদপুর জেলা কমিটির উদ্যোগে আয়োজিত এ বৈঠক অনুষ্ঠিত হয় শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫) বিকেল ৩টায় চাঁদপুর প্রেসক্লাব ভবনের তৃতীয় তলায়।
গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন সুজন চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক মোশারফ হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রহিম বাদশা।
বৈঠকে বক্তারা বলেন, সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া গণতন্ত্র শক্তিশালী করা সম্ভব নয়। এজন্যে নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও নাগরিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে রাজনৈতিক সংস্কৃতি উন্নয়ন, নাগরিক অধিকার রক্ষা এবং দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
আলোচনায় বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাঈনুদ্দিন লিটন ভূঁইয়া, আনন্দধ্বনি সংগীত শিক্ষাতায়নের অধ্যক্ষ রফিক আহমেদ মিন্টু, দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, আয়কর আইনজীবী আব্দুল্লাহ আল ফারুক, চাঁদপুর জেলা শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি অধ্যাপক মোশারফ হোসেন লিটন, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাদের পলাশ, চাঁদপুর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এম এ লতিফ, দি হাঙ্গার প্রজেক্ট ও সুজনের আঞ্চলিক সমন্বয়কারী সৈয়দ মোহাম্মদ নাছির উদ্দিন এবং আপন সামাজিক সংগঠনের উপদেষ্টা মাসুদ হাসান।
এছাড়াও আলোচনায় অংশ নেন সাংবাদিক এ কে আজাদ, জি এম শাহীন, বোরহান উদ্দিন ডালিম, আব্দুল গনি, মোসাদ্দেক আল আকিব ও কে এম সালাউদ্দিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
বক্তারা বলেন, নাগরিক সমাজের সক্রিয় অংশগ্রহণ ও ঐক্যবদ্ধ উদ্যোগের মাধ্যমেই সুশাসন প্রতিষ্ঠা ও গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া সম্ভব। গোলটেবিল বৈঠক থেকে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নাগরিক পর্যায়ে ধারাবাহিক আলোচনা ও কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।








