প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ২০:৪২
মতলব উত্তর তাতুয়া মেম্বার বাড়িতে চলছে ২৪ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন

বিশ্ব শান্তি কামনায় ঐতিহ্যবাহী মতলব উত্তর উপজেলাধীন উত্তর তাতুয়া স্বর্গীয় রাই মোহন বিশ্বাস ওরফে রাই মোহন মেম্বার বাড়িতে ২৮তম বার্ষিক উপলক্ষে বুধবার (১৭ ডিসেম্বর ২০২৫) হতে চলছে ২৪ প্রহরব্যাপী (তিনদিন) শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন।
|আরো খবর
এ উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) রাতে শ্রীমদভগবত পাঠ, শুভ অধিবাস ও মঙ্গলঘট স্থাপন এবং ১৭ ডিসেম্বর বুধবার অরুণোদয়ে শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন মহানামযজ্ঞ শুরু হয়। চলবে ২০ ডিসেম্বর শনিবার অরুণোদয় পর্যন্ত এবং ২০ ডিসেম্বর শনিবার অরুণোদয়ে কীর্তন সমাপনে দুপুরে শ্রী শ্রী মহাপ্রভুর ভোগরাগ ও ভোগ দর্শন শেষে উৎসবে আগত ভক্ত-শ্রোতার মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হবে। এতে নামসুধা বিতরণ করছেন পটুয়াখালী হতে আগত শ্রী গুরু সম্প্রদায়, ব্রাহ্মণবাড়িয়া হতে আগত শ্রী জয়রাম সম্প্রদায় ও গোপাল মন্দির সম্প্রদায়, গোপালগঞ্জ হতে আগত সবিতা সম্প্রদায় ও অনিতা সম্প্রদায় এবং ভোলা হতে আগত অষ্টসখী সম্প্রদায়।
অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাড. তাপস চন্দ্র সরকার। উপস্থিত ছিলেন আয়োজক কমিটির কর্ণধার শ্রী সুখরঞ্জন বিশ্বাসসহ সহস্রাধিক ভক্ত-শ্রোতা।
অনুষ্ঠানের প্রতিটি পর্বে সনাতনী সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করেছেন উৎসব উদযাপন কমিটির নেতৃবৃন্দ।








