প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ১৫:৩০
বিজয় দিবসে 'বিজয়ী'র আলোচনা সভা

মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করে বিজয়ী নারী উন্নয়ন সংস্থা। মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) বিকেল ৪ টায় বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের বাসভবনে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিজয়ীর ভলানটিয়ার আরেফিন বর্ষা। তানিয়া ইশতিয়াক খানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন টিম বিজয়ীর সদস্যবৃন্দ।
আলোচনা সভায় তানিয়া ইশতিয়াক খান বলেন, মহান বিজয় দিবস আমাদের জাতীয় জীবনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও গুরুত্ববহ দিন। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ করার পর ১৯৭১ সালের আজকের এই দিনে বাঙালির সবচেয়ে শ্রেষ্ঠ অর্জন বিজয় অর্জিত হয়। তিনি আরও বলেন, দেশ স্বাধীন হয়েছিল জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্যে। স্বাধীনতার মূল্যবোধ সমুন্নত রাখা ও লাখো শহীদের স্বপ্ন বাস্তবায়নে আমাদের নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে।
সভায় বাঙালির মুক্তির সংগ্রামে বিজয় ছিনিয়ে আনার ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধাদের অসামান্য অবদান স্মরণ করা হয় এবং স্বাধীনতার জন্যে সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়, দোয়া কামনা করা হয় এবং তবররুক বিতরণ করা হয়।








