মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ২২:১৮

মতলব উত্তরে বিজয় দিবসের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

মাহবুব আলম লাভলু।।
মতলব উত্তরে বিজয় দিবসের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

মতলব উত্তর উপজেলায় মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধভিত্তিক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর ২০২৫) ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে এ প্রতিযোগিতা আয়োজন করা হয়। প্রতিযোগিতা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আশরাফুল আলম, একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম ও ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) বেনজির আহমেদ। উপজেলার ৬৯ জন শিক্ষার্থী ২টি গ্রুপে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অংশ গ্রহণ করে।

উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি বলেন, যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হবে। এ প্রতিযোগিতা তার অংশ। নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়া এবং সৃজনশীল মেধা বিকাশের লক্ষ্যে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়