সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ১৬:২৩

মতলবে নবাগত ইউএনও’র সাথে উপজেলা ক্রীড়া সংস্থার মতবিনিময়

শারীরিক ও মানসিক বিকাশ সাধনে ক্রীড়া সংস্থাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে

রেদওয়ান আহমেদ জাকির।।
শারীরিক ও মানসিক বিকাশ সাধনে ক্রীড়া সংস্থাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে

মতলব দক্ষিণ উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কে এম ইশমাম বলেছেন, ক্রীড়ার মাধ্যমে তরুণ, যুবকদের শারীরিক ও মানসিক বিকাশ সাধিত হয়। পাশাপাশি তারা ক্রীড়ার মাধ্যমে নানাবিধ অসামাজিক কর্মকাণ্ড থেকে নিজেদের বিরত রাখতে সমর্থ হয়। তাই ফুটবল ও ক্রিকেট সহ নানা ক্রীড়া আসরে যুব ও তরুণ সমাজকে সম্পৃক্ততার মাধ্যমে তাদের মধ্যে শারীরিক ও মানসিক বিকাশ সাধনে ক্রীড়া সংস্থাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, খুব সহসাই একটি ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্ট মাঠে গড়িয়ে মতলবের ক্রীড়াঙ্গনকে উজ্জীবিত করতে হবে। তার জন্যে যাবতীয় প্রস্তুতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরো বলেন, যুবক ও তরুণদের ক্রীড়ানুরাগী করে গড়ে তুলতে পারলে তারা সমাজের যে কোনো ধরনের অপরাধে জড়ানো থেকে বিরত থাকবে। এতে তাদের শরীর, মন ও স্বাস্থ্য ঠিক থাকবে। তরুণ প্রজন্মের মধ্যে ক্রীড়ার প্রতি আগ্রহ সৃষ্টি হলে শিশু কিশোররাও এতে এগিয়ে আসবে।

সোমবার (১৫ ডিসেম্বর ২০২৫) দুপুরে মতলব দক্ষিণ উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্যদের সাথে মতবিনিময় সভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন। এ সভায় বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মুজাহিদুল ইসলাম কিরণ, মিজানুর রহমান কাজল, সাংবাদিক গোলাম সারোয়ার সেলিম ও ছাত্র প্রতিনিধি মো. ফয়সাল খন্দকার। উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক আক্তার হোসেন লিটন প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়