রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ২১:১৭

চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা

হাসপাতালগুলো জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে

…………ডা. মো. মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল

চৌধুরী ইয়াসিন ইকরাম।।
হাসপাতালগুলো জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে
চাঁদপুরে প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি, ড্যাবের সহ-সভাপতি, বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মো. মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেলকে ক্রেস্ট তুলে দিচ্ছেন চাঁদপুরের নেতৃবৃন্দ।

বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন, চাঁদপুর জেলা শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ ডিসেম্বর ২০২৫) দুপুরে চাঁদপুর ক্লাবে অনুষ্ঠিত এ সভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত অ্যাসোসিয়েশনের দেড় শতাধিক সদস্য অংশগ্রহণ করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের চেয়ারম্যান, ড্যাব-এর সহ-সভাপতি, বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মো. মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দেশের স্বাস্থ্যসেবা খাতে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয়। সরকারিভাবে সীমিত স্বাস্থ্যসেবার পাশাপাশি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, বর্তমান সময়ে আধুনিক ও প্রযুক্তিনির্ভর চিকিৎসাসেবা নিশ্চিত করতে দক্ষ জনবল, উন্নত যন্ত্রপাতি এবং মানসম্মত ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই। এ ক্ষেত্রে প্রাইভেট স্বাস্থ্যখাতকে আরও শক্তিশালী করতে সংশ্লিষ্ট সকলকে নৈতিকতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, চাঁদপুর হলো একটি মডেল, যা অন্য জেলার থেকে ভিন্ন। সকলের সহযোগিতায় আমরা চাঁদপুরকে এগিয়ে নিতে চাই। আজকে সরকারি কর্মকর্তারা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে বলেন, এটা নেই, ওটা নেই। তবে কেউ মেয়াদোত্তীর্ণ জিনিস রাখবেন না। হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টারগুলোকে কীভাবে এগিয়ে নেয়া যায় তার জন্যে আমরা কাজ করছি। মানহীন কোনো হাসপাতাল ও ডায়াগনস্টিকের দায় সমিতি নেবে না। মানহীনগুলোর বিরুদ্ধে একত্রিত হয়ে সমিতি ব্যবস্থাগ্রহণ করবে।

প্রধান অতিথি স্বাস্থ্যখাতে বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি রোগীবান্ধব সেবা, যৌক্তিক ফি নির্ধারণ এবং চিকিৎসাসেবার

মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সরকারের নীতিমালা অনুসরণ করে প্রাইভেট স্বাস্থ্যখাতের উন্নয়নে অ্যাসোসিয়েশনের ভূমিকা আরও জোরদার করার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ল্যাব এইড গ্রপের ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন মহাসচিব ডা. এএম শামীম।

সংগঠনের জেলা সভাপতি ডা. এসএম সহিদ উল্যাহর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক মোকাদ্দেছ আলী মজুমদার শাহীন, সিইও সাবেক যুগ্ম সচিব ড. আলী আকবর, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. রফিকুল হাসান ফয়সাল, ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল ইমরান, সিনিয়র চিকিৎসক ডা. জাহাঙ্গীর খান ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী।

অ্যাসোসিয়েশনের চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক জিএম শাহীন ও সংগঠনের সদস্য মো. ইউনুস উল্লাহর যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি ডা. মো. মোবারক হোসেন চৌধুরী। সভায় সংগঠনের বিগত বছরের কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নমূলক প্রস্তাব উপস্থাপন করা হয়।

সংঠনের সাধারণ সভা ও নির্বাচন উপলক্ষে গঠিত নির্বাচন কমিশনের প্রধান সাবেক সিভিল সাজন ডা. এমজি ফারুক ভূঁইয়া নির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন।

সাধারণ সভায় বার্ষিক আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ বিজয় চন্দ্র সরকার ও কোরআন তেলাওয়াত করেন আল-মানার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক নেসার আহমেদ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়