শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ২০:২২

*হাজীগঞ্জে দলিল লিখক সমিতির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনের সংবাদ সম্মেলন*

কামরুজ্জামান টুটুল।।
*হাজীগঞ্জে দলিল লিখক সমিতির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনের সংবাদ সম্মেলন*

হাজীগঞ্জে উপজেলা দলিল লিখক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ মো. বিল্লাল হোসেন সংবাদ সম্মেলন করেছেন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) দুপুরে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম।

সাধারণ সম্পাদক এনায়েত মজুমদারের সঞ্চালনায় মো. বিল্লাল হোসেন বলেন, সম্প্রতি শাহাজাহান সাজু, তার মোহাম্মদ, আজাদ ও মামুন উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে বিষোদগার করছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও বিভিন্ন অনলাইন মাধ্যমে মিথ্যাচার চালিয়ে যাচ্ছেন। এতে আমি ও আমার পরিবার অত্যন্ত বিব্রতবোধ করছি।

বিল্লাল হোসেন বলেন, ২১৩নং মকিমাবাদ মৌজার সিএস-৫২, এসএ-১১২, বিএস-৩৩৯ ও খারিজ খতিয়ান নং ৩১৬০-এর ভিত্তিতে ৮৪০ দাগে একেএম আমিনুল মান্নান, একেএম জিয়াউল মান্নান, মাহমুদা ইয়াসমীন, মাসুদা ইয়াসমীন, নওজিয়া ইয়াসমীন ও ফারজানা ইয়াসমীন মান্নানের কাছ থেকে আমি ১৮ শতাংশ ভূমি ক্রয় করেছি। এর বাইরে আরও ৩ শতাংশ ৮১ পয়েন্টসহ মোট ২১ শতাংশ ৮১ পয়েন্ট ভূমির মালিক। এর মধ্যে ১৬ শতাংশ ৯২ পয়েন্ট বিক্রি করেছি এবং বর্তমানে ৪ শতাংশ ৮৯ পয়েন্ট ভূমির মালিকানাধীন রয়েছি। সম্প্রতি নূর আলম নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করার প্রস্তাব দেন শাহাজাহান সাজু, তার মোহাম্মদ, আজাদ ও মামুন। ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা করতে রাজি না হওয়ায় তারা আমার বিরুদ্ধে বিষোদগার শুরু করেছেন। উদ্দেশ্যপ্রণোদিতভাবে উঠে পড়ে লেগেছেন। এ কারণে তারা ফেসবুক ও অনলাইনে আমার বিরুদ্ধে ধারাবাহিক মিথ্যাচার করে যাচ্ছেন। আমি যে দাগে ১৮ শতাংশ ভূমি ক্রয় করেছি, সেই একই দাগে ডিক্লারেশন দলিল করা হয়েছে, যার দাতা শাহাজাহান সাজু, তার মোহাম্মদ, আজাদ ও মামুনসহ অনেকে। আবার তারাই আমার ক্রয়কৃত সম্পত্তির হোল্ডিং করে দিয়েছেন। অথচ এখন তারাই আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।

তিনি অভিযোগ করেন, কয়েকদিন পূর্বে তার ও নূর আলমসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলার বাদী আব্দুল হামিদ তার সঙ্গে কথা বলে জানিয়েছেন যে, তিনি নিজেও জানেন না তিনি মামলার বাদী। বিষয়টি আমি আইনগতভাবে মোকাবিলা করবো।

মিথ্যাচার করে কারও সম্মানহানি না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশে আইন-আদালত রয়েছে। সাংবাদিকদের মাধ্যমে আমি পরিষ্কারভাবে জানাতে চাই, ওই দাগে তাদের কোনো স্বত্ব বা মালিকানা নেই, যা তারা নিজেরাই ডিক্লারেশন দলিলের মাধ্যমে প্রমাণ করেছেন। প্রয়োজনীয় সব দলিল-দস্তাবেজ আমার কাছে রয়েছে। তাই তাদেরকে মিথ্যাচার থেকে বিরত থাকার

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়